Howrah Kharagpur Local: লাইনের উপর আচমকাই বিগড়ালো ম্যাটাডোর! ব্যাহত হাওড়া-খড়গপুর শাখার ট্রেন চলাচল – howrah kharagpur local service disrupted due to a transport truck engine suddenly stopped on railway track near uluberia


সোমবার সপ্তাহের শুরুর দিনে ব্যাহত হাওড়া-খড়গপুর ট্রেন চলাচল। উলুবেড়িয়ার কাছে ঘোড়াঘাটা স্টেশনে ট্রেন লাইনের উপর খারাপ হয়ে যায় ইট বোঝাই ম্যাটাডোর। এর জেরে আটকে পড়ে হাওড়া খড়গপুর ডাউন লাইনের ট্রেন। দিনের কর্মব্যস্ত সময়ে অফিস টাইমেই ট্রেন চলাচল আটকে পড়ায় চরম দুর্ভোগে যাত্রীরা।

জানা গিয়েছে, সোমবার সকালে দক্ষিণ পূর্ব রেলের ঘোড়াঘাটা স্টেশনের পাশে লাইনের উপর ঘটে বিপত্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে একটি ইট বোঝাই ম্যাটাডোর ঘোড়াঘাটা স্টেশনের পাশের লেভেল ক্রসিং পেরিয়ে ১৬ নং জাতীয় সড়কের দিকে যাচ্ছিল। ম্যাটাডোরটি ডাউন লাইন পার হওয়ার সময় গাড়িটির যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় সটাব লাইনের উপর দাঁড়িয়ে পড়ে।

Sealdah Local Train : চলন্ত ট্রেনে মোবাইল ছিনিয়ে জলে ঝাঁপ! ধাওয়া করে সাঁতরে পকেটমার ধরার চেষ্টা যাত্রীর, তারপর…

এর জেরে হাওড়া খড়গপুর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পর পর দাঁড়িয়ে পড়ে ট্রেন। সপ্তাহের প্রথম দিনেই দুর্ভোগে পড়ে নিত্যযাত্রীরা। প্রায় আধঘণ্টা পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ম্যাটাডোরটির থেকে ইঁট নামিয়ে ভার হালকা করা হয়। এরপর ওই ভারি ম্যাটাডোরটিকে ঠেলে লাইন থেকে সরানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু এই মাঝের সময়ে ট্রেন আটকে পড়ায় নির্ধারিত সময়ের চেয়ে লেটে চলে ট্রেনগুলি।

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *