Pradhan Mantri Gram Sadak Yojana : ১ মাস না যেতেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তায় ফাটল! ক্ষোভ স্থানীয়দের – within a month pradhan mantri gram sadak yojana road was cracked in gangasagar area


West Bengal News : প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে তৈরি করা হয়েছিল পাকা রাস্তা। কিন্তু এক মাস যেতে না যেতেই তাতে ধরে গেল ফাটল। আর তার জেরে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকার মানুষদের মধ্যে। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে কৃষ্ণনগর বাজার থেকে সামন্ত পারা পর্যন্ত ৪ কিলোমিটার ৭৮০ মিটার রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু এক মাস যেতে না যেতেই রাস্তায় ধরেছে ফাটল যার জেরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষেরা।

Pathashree Prakalpa : ‘পথশ্রী’ প্রকল্প উদ্বোধনের পরদিনই রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ, অবরোধ মালদায়
এলাকার মানুষদের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়ে ঠিকাদার রাস্তা তৈরি করার ফলেই এমন ঘটনা ঘটেছে। অন্যদিকে সেই ফাটল মেরামত করতে রাতারাতি সিমেন্ট লাগিয়ে ভরাট দেওয়ার চেষ্টা করেছেন ওই ঠিকাদার। তাই রাতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষেরা।

এই বিষয় নিয়ে ঠিকাদারকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “ফাটা রাস্তা দিয়ে জল ঢুকে রাস্তা আরও খারাপ হবে। তাই খুব তাড়াতাড়ি সিমেন্ট দিয়ে ভরাট করা হয়েছে ফাটা জায়গাগুলি।”

Pathashree Prakalpa : পথশ্রী প্রকল্পের আওতায় নাম আসেনি দীর্ঘদিনের বেহাল রাস্তার, বিক্ষোভ বালুরঘাটে
অন্যদিকে এই বিষয় নিয়ে জিভিডি-র চেয়ারম্যান সন্দীপ পাত্রকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, “এর আগের ঠিকাদার রাস্তা তৈরিতে একাধিক দুর্নীতিতে যুক্ত ছিলেন, তাই তার টেন্ডার বাতিল করা হয়। অন্যদিকে বর্তমানে যিনি টেন্ডার নিয়ে কাজ করেছেন এখনও পর্যন্ত রাস্তার কাজ সমাপ্ত হয়নি। তাই যে জায়গা ভেঙে গিয়েছে অবশ্যই মেরামত করা হবে।”

তবে এই বিষয়ে স্থানীয় মানুষদের আরও অভিযোগ রাস্তা তৈরির কাজে শালগোল্লার বদলে ব্যবহার করা হয়েছে অপোক্ত বাঁশ। যার জেরে পাশের মাটি সরে গিয়ে সহজেই ধস নামছে রাস্তায়। কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই রাস্তা এক মাস যেতে না যেতেই এইভাবে ধস নামায় বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষেরা।

Bankura News : অবিলম্বে পাকা করতে হবে রাস্তা, ভোট বয়কটের হুঁশিয়ারি বাঁকুড়ায়
বিক্ষোভরত স্থানীয় এক বাসিন্দা এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে জানান, “বহু বছরের দাবি ছিল এই রাস্তা। অনেকদিন ধরে এর জন্য অনুরোধ, আন্দোলন করেছি। তারপর এই রাস্তার কাজ শুরু হয়। আর এখন দেখছি আবার রাস্তা ঠিক রাখার জন্যও আন্দোলন করতে হচ্ছে। রাস্তার কাজ শেষ হতে না হতেই বড় বড় ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে এই রাস্তা। যখন থেকে রাস্তার কাজ শুরু হয়েছে, তখন থেকেই আমাদের সন্দেহ ছিল যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই রাস্তার কাজে। এই বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদার কথা শোনেননি।”

এলাকাবাসীদের দাবি, অবিলম্বে ভালো জিনিষ দিয়ে রাস্তা আবার তৈরি করতে হবে, যাতে আর ফাটল না ধরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *