Rare Species Animal: পিঠে তারার মতো নকশাকাটা, ভরা বাজারে এই প্রাণীকে দেখে ছড়াল চাঞ্চল্য – rare species of tortoise found in hooghly balagarh


বলাগড় থেকে উদ্ধার হল বিপন্ন প্রজাতির ভারতীয় তারকা কচ্ছপ। এই কচ্ছপটির পিঠের খোলসে নকশা কাটা। আঁকা তারকা । অর্থাৎ স্টারের মতো নকশার কারণে এমন নাম কচ্ছপটির। উদ্ধার হওয়া কচ্ছপটিকে সোমবারই তুলে দেওয়া হয় বন দফতরের হাতে।রবিবার রাতে হুগলির বলাগড় থানা এলাকার সোমড়া বাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার হয়।

ভারতীয় তারকা কচ্ছপের দেখা মেলে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। তারকা কচ্ছপ বা স্টার টরটয়েজ স্থানীয় একটি বিপন্ন কচ্ছপ প্রজাতির অন্তর্ভুক্ত। সাধারণত এটি শুষ্ক এলাকা এবং বনে বাস করে। এই প্রজাতির কচ্ছপটি ২০১৬ সাল থেকে আইইউসিএন (IUCN) রেড লিস্টে দুর্বল হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

Dakshin 24 Pargana : নদীর জলে ভেসে এল বিশাল এক কুমির! আতঙ্ক রায়দিঘিতে

রবিবার অর্থাৎ সোমড়া এলাকায় রাস্তায় ঘুরতে দেখা যায় এই সৌম্যদর্শন কচ্ছপকে। প্রাণীটিকে দেখতে পেয়ে ভিড় জমায় মানুষ । পিঠের খোলসে সুন্দর তারা আঁকা নকশা। বাজারে জমে যায় ভিড়। সুরক্ষার কথা ভেবে স্থানীয়রাই কচ্ছপটিকে একটি বালতিতে পুরে রাখেন। এরপর খবর যায় পুলিশে। বিরল প্রাণীর খবর পেয়ে তাঁকে উদ্ধারে তড়িঘড়ি পৌঁছয় পুলিশ।

বলাগড় থানার ওসি সমর দে জানান, ”রবিবার রাত্রে সোমড়া এলাকার মানুষ কচ্ছপটিকে ঘুরতে দেখে থানাতে খবর দেয়। আমরা গিয়ে দেখি এটা সত্যি বিরল প্রজাতির কচ্ছপ।সেখান থেকে উদ্ধার করে কচ্ছপটিকে থানাতে নিয়ে আসা হয়।বন দফতরকে খবর দেওয়া হয়েছে। তাদের হাতে নিয়ম মেনেই কচ্ছপটিকে তুলে দেওয়া হবে। আমরা চাই বিপন্ন প্রজাতির এই প্রাণীদের রক্ষা করতে।”

Dakshin 24 Parganas News : রাস্তা দিয়ে হাঁটার সময় মেয়েদের সঙ্গে অসভ্যতা! গ্রামবাসীদের গণধোলাই খেয়ে পুলিশের জালে ৩ রোমিও

বিরল প্রজাতির এই কচ্ছপটির সঠিক রক্ষণাবেক্ষণের জন্য বন দফতরকে খবর দেওয়া হয়। সোমবার সকালে চুঁচুড়া বন দফতরের আধিকারিক প্রদীপ কুমার পাড়ুইয়ের হাতে বলাগড় থানার পক্ষ থেকে কচ্ছপটিকে তুলে দেওয়া হয়।তিনি জানান, ”এটি একটি বিপন্ন প্রজাতির কচ্ছপ।আমরা বন দফতরের পক্ষ থেকে উলুবেরিয়াতে যে আমাদের পশু সংরক্ষণ কেন্দ্র আছে সেখানে এটিকে রাখা হবে।”

Sikkim Tourism : শোনা যাবে হাজারো পাখির গান! সিকিমে নয়া ডেস্টিনেশন কিতাম উৎসব

প্রসঙ্গত, সম্প্রতি দিঘা মোহনায় বিরল ২০০ কেজি ওজনের বিশালাকার সামুদ্রিক কই ভেটকি জালে ওঠে। সমুদ্র সৈকতে ২০০ কেজির মাছ দেখতে ভিড় জমান পর্যটক থেকে সাধারণ মানুষ। প্রায় ৪০ হাজার টাকা দাম ওঠে ওই মাছের। জেলেরা একে রীতিমতো দৈত্যাকার কই হিসেবে ব্যাখা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *