Recruitment Scam : প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মচারীই ইডির নজরে, মুছে দেওয়া তথ্য উদ্ধারের উদ্যোগ – recruitment scam ed investigated of board of primary education employees documents


এই সময়: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের হিসাবরক্ষক অর্ণব বসুর মোবাইল ও ল্যাপটপ এ বার ইডি-র নজরে। সেগুলি থেকে মুছে দেওয়া তথ্য উদ্ধার করতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত একাধিক ব্যক্তির সঙ্গে অর্ণবের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা।

Recruitment Scam Shantanu Banerjee: ইডির সিল করা ফ্ল্যাটে তালা ভেঙে ঢুকলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা, প্রমাণ লোপাটের আশঙ্কা বিরোধীদের
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে মোবাইলে এসএমএসে কথাবার্তা হতো তাঁর। যদিও সেগুলি মুছে দেওয়া হয়েছে। তাঁর দু’টি ল্যাপটপেও গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলে অর্ণবকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে ইডি। অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সিল করে দেওয়া চুঁচুড়ার ফ্ল্যাটে রবিবার ঢুকতে দেখা যায় তাঁর স্ত্রী প্রিয়াঙ্কাকে।

Primary Teacher Recruitment : প্রাথমিক পর্ষদের অফিসে ফের ইডি
এ দিন স্থানীয় বাসিন্দারা দেখেন, ইডি যে ফ্ল্যাটটিতে তালা ঝুলিয়ে দিয়ে গিয়েছিল, সেটিতে ঢুকছেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি জানান, তদন্তকারী সংস্থা ইডি-র থেকে অনুমতি নিয়েই তিনি ফ্ল্যাটে ঢুকেছেন। গত ১৮ মার্চ চুঁচুড়া জগুদাসপাড়ায় শান্তনুর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ফ্ল্যাটে স্মার্ট লক থাকায় তালা ভাঙতে ডাকা হয় এক চাবি প্রস্তুতকারীকে।

OMR Sheet : কারচুপির কালিতে কি বাদ যোগ্যরা? কীর্তি অয়নের, দাবি ইডি-র
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধীরে ধীরে জাল গোটাতে চাইছে ইডি। তা করতে গিয়ে এ পর্যন্ত ধৃতদের পরিচিত লোকজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। গত সপ্তাহে সল্টলেকের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে অর্ণবের দু’টি ল্যাপটপ এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এর পর গত শনিবারই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের ওই কর্মীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *