নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। তদন্তে নেমে শান্তনুর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মেলে। শান্তনুর সম্পত্তি সিল করে ইডি আধিকারিকরা। রবিবার হঠাৎ করে শান্তনুর সিল করা ফ্ল্যাটে ঢোকেন প্রিয়াঙ্কা। ফ্ল্যাটের তালা ভেঙে তাঁকে সেখানে ঢুকতে দেখা যায়। সেই সময় ইডির অনুমতি নিয়েই ফ্ল্যাটে ঢোকার কথা জানিয়েছিলেন তিনি।
১৮ মার্চ ধৃত শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের ফ্যাটে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। যাওয়ার সময় শান্তনুর ফ্যাটটিও সিল করে দিয়ে যান। রবিবার সেই ফ্ল্যাটেই ঢোকেন প্রিয়াঙ্কা। এমনকী মিস্ত্রি নিয়ে আসা হয় বলেও জানা গিয়েছিল।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্ক়ত তৃণমূল নেতা কুন্তল ঘোষের বয়ানের উপর ভিত্তি করেই শান্তনুকে (TMC Santanu Banerjee) গ্রেফতার করে ইডি। শান্তনু গ্রেফতার হতেই গোটা হুগলি জেলায় তাঁর ছড়িয়ে থাকা বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় ইডি। বলাগড়ে গঙ্গার পারে রিসর্ট থেকে শুরু করে ধাবা, বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে স্ত্রীর নামে কেনা দোতলা বাড়ির হদিশ পায় তদন্তকারীরা। এমনকী শান্তনুর বিরুদ্ধে বালি পাচারের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ ওঠে।
শান্তনুকে গ্রেফতারের পর প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করে ইডি। আধিকারিকদের দাবি, শান্তনু ও অয়ন নিয়োগে দুর্নীতির অন্যতম মূল মাথা অয়নের অফিস থেকে প্রচুর পরিমাণ নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার করা হয়। এমনকী অয়নের সংস্থা এবিএস ইনফোজোনের লেনদেন একাধিক বেনিয়মের কথা দাবি করেন তদন্তকারীরা। আগামী দিনে এই মামলা কোন দিকে যায়, সেটাই দেখার।