Trending News In West Bengal : বিয়ের জন্য দেখতে এসে পাত্রের পছন্দ হল মেয়ের মাকে! রাতেই হবু শাশুড়িকে নিয়ে চম্পট যুবকের – youth elopes with would be mother in law coming to see daughter for marriage


West Bengal News : ঠিক যেন কোনও ওয়েব সিরিজের গল্প। অনেকে আবার বলছেন, ওয়েব সিরিজের নির্মাতারাও এই গল্পে সিরিজ বানাতে তিনবার ভাববেন। আর যে ঘটনা লোকের ভাবার বাইরে, সেইরকমের একটি ঘটনাই ঘটিয়ে চাঞ্চল্য ছড়িয়ে দিল মালদা জেলার এক যুবক। এক মেয়েকে বিয়ের জন্য দেখতে এসেছিল ওই যুবক। দেখাশোনার সময় মেয়ের পাশেই বসেছিল মা।

Jalpaiguri News : যুবতীকে হত্যার পর প্রমাণ লোপাটের চেষ্টা, তবুও হল না শেষরক্ষা
আর সেই সময়েই মেয়েকে নয়, যুবকের পছন্দ হয়ে যায় মেয়ের মা’কে! তখনকার মতন কথা বার্তা শেষ হলেও, ওই দিন রাতেই সেই মেয়ের মা’কে নিয়ে উধাও হয়ে গিয়েছে হবু জামাই। হবু শ্বাশুড়ি মা’ও চুপিচুপি জামাইয়ের সঙ্গে বাড়ি ছেড়েছে। এই ঘটনা গত ২৫শে মার্চের। মালদা জেলার গাজোল থানার করকচ পঞ্চায়েতের ইচাহার গ্রামের ঘটনা এটি।

Durgapur News : সঙ্গে ছিল ১১ লাখ নগদ, কাজে বেরিয়ে নিখোঁজ ব্যবসায়ী! বাড়ছে রহস্য
গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ওই মহিলার খোঁজ করেছেন তাঁর স্বামী। কোথাও কোনও হদিস না মেলায় অবশেষে স্ত্রীর ছবি হাতে গাজোল থানার দারস্থ হন ওই ব্যক্তি। ঘটনায় গাজোল থানার পক্ষ থেকে ওই ব্যাক্তির কাছ থেকে নিখোঁজ অভিযোগ নেওয়া হয়েছে।

Uttar 24 Pargana : অশোকনগরে খালের ধারে মাটি খুঁড়ে উদ্ধার বধূর দেহ, গ্রেফতার স্বামী
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। নিখোঁজ গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, “বাড়িতে বিবাহ যোগ্য মেয়ে রয়েছে। বিয়ের জন্য ভালো পাত্রের খোঁজ করছি বেশ কিছু দিন ধরেই। গত ২৫শে মার্চ গাজোলের এক যুবক মেয়েকে দেখতে আসে বিয়ের জন্য। বাড়িতে বসে দেখাশোনাও হয়।

Asansol News: বিয়ের সম্বন্ধ দেখাশুনার মাঝেই ইঞ্জিনিয়ারিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, রহস্য!
তারপর যুবক বাড়ি থেকে চলে যাওয়ার পর আমার স্ত্রী বাজার করার বাহানায় বাড়ি থেকে বেড়িয়ে পড়ে। তারপর আর বাড়ি ফিরে আসেনি”। এরপর গৃহবধূর স্বামী সহ পরিবারের লোকেরা তাঁর খোঁজাখুঁজি শুরু করে। ঘটনায় কয়েকদিন পর পরিবারের লোকেরা জানতে পারেন আসল রহস্য।

Dakshin 24 Parganas News : রাস্তা দিয়ে হাঁটার সময় মেয়েদের সঙ্গে অসভ্যতা! গ্রামবাসীদের গণধোলাই খেয়ে পুলিশের জালে ৩ রোমিও
পরিবারের লোকেরা জানতে পারেন, যে যুবক তাদের মেয়েকে দেখতে এসেছিল, সে তার হবু শাশুড়ি অর্থাৎ সেই মেয়ের মা’কে নিয়ে ভিন্ন রাজ্যে পালিয়ে গিয়েছে। বিষয়টি জানতে পেরে নিজের স্ত্রীকে ফিরে পেতে গাজোল থানার দারস্থ হন স্বামী। একটি নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ বাড়িতে তাঁর তিন সন্তানকে রেখে হবু জামাইয়ের সঙ্গে বাড়ি ছেড়েছেন।

Hooghly News : সম্পর্কের টানাপোড়েনে একসঙ্গে নদীতে ঝাঁপ যুগলের! প্রাণে বাঁচলেন প্রেমিকা, নিখোঁজ প্রেমিক
ওই গ্রামের এক স্থানীয় বাসিন্দা এই বিষয়ে বলেন, “এক চরম লজ্জাজনক ঘটনা ঘটল গ্রামে। কোনোদিন ভাবিনি এরকম কিছু হবে। ওই গৃহবধূর একবার ভাবা উচিৎ ছিল যে এই ছেলের সঙ্গেই তাঁর মেয়ের বিয়ে হতে পারে”। ঘটনার পর থেকেই লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে ওই গৃহবধূর পরিবারের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *