Chandrima Bhattacharya : ১০ থেকে বেড়ে ৩০ শয্যার হচ্ছে নিমতা স্বাস্থ্য কেন্দ্র, শিলান্যাস চন্দ্রিমার – upgradation of nimta urban community health center to 30 bed hospital


West Bengal News : নিমতা ফতুল্লাপুরে ১০ শয্যার নিমতা আরবান কমিউনিটি হেলথ সেন্টারকে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের কাজের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। দশ বছরের মাথায় নিমতা ফতুল্লাপুরে ১০ শয্যার স্বাস্থ্য কেন্দ্রকে ৩০ শয্যার বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ করা হচ্ছে। মঙ্গলবার সকালে উত্তর দমদম পুরসভার (North Dumdum Municipality) ৪নং ওয়ার্ডে নিমতা ফতুল্লাপুর সেই ৩০ শয্যার হাসপাতালের শিল্যান্যাস করা হল। নারকেল ফাটিয়ে ফলকের উন্মোচন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Kulia Bridge : অবশেষে শুরু হচ্ছে কুলিয়া সেতুর কাজ, কষ্ট লাঘব দ্বীপাঞ্চলের বাসিন্দাদের
শিল্যান্যাস অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, সিনিয়র স্পেশাল সেক্রেটারি মহুয়া বন্দ্যোপাধ্যায়, শামানা পারভিন, আধিকারিক শরৎকুমার ঘোষ, উত্তর দমদম পুরসভার পুর প্রধান বিধান বিশ্বাস, উপ পুর প্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী, উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সমুদ্র গুপ্ত, স্থানীয় পুর পারিষদ সদস্য সৌমেন দত্ত, মহুয়া শীল, রাজর্ষি বসু, পুর প্রতিনিধি জনাব শেখ নাজিমউদ্দিন, সুলতানা বানু সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন সহ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Midnapore Medical College : বিড়াল-কুকুরদের অবাধ যাতায়াত! মেদিনীপুর মেডিক্যাল কলেজে তিতিবিরক্ত নার্স থেকে রোগীরা
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে উত্তর দমদম পুরসভা এলাকার ৪ এবং ৩৪ নম্বর ওয়ার্ডে এই হাসপাতাল তৈরি হচ্ছে। পাশাপাশি এদিন একটি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করা হয়। ৩০ শয্যার বিশিষ্ট হাসপাতালের শিলান্যাস করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “শুধু উত্তর দমদম অঞ্চলের মানুষ নয়, সংশ্লিষ্ট এলাকার মানুষও উপকৃত হবেন এর ফলে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের অভিজ্ঞতা উৎসাহ তৎপরতা ছাড়া কাজটা সম্ভব হত না। পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরও যথেষ্ট অবদান রয়েছে এই শিলান্যাসের পিছনে।”

চন্দ্রিমা আরও বলেন, “এই ধরনের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বত্র হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাজের জন্য কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হবে।”

Chandrima Bhattacharya : ব্যাঙ্কিং পরিষেবা যথেষ্ট নয় বাংলায়, রাষ্ট্রপতির সামনেই অভিযোগ চন্দ্রিমার
পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রে অত্যাধুনিক আয়ুর্বেদিক কেন্দ্রও উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ITI কলেজের শিলান্যাসের কাজও খুব শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে। ১৮৬ কোটি টাকার বিশুদ্ধ পানীয় জলের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *