Bankura News : হয়নি সমঝোতা, কোতুলপুরে রাস্তা আটকে বিক্ষোভ ট্রাক্টর মালিকদের – tractor owners started protest at kotulpur for sand price increasing


West Bengal News : ট্রাক্টর মালিক ও বালি খাদান মালিকদের মধ্যে সমঝোতা না হওয়ায় রামচক মোড়ে বিক্ষোভ দেখালেন ট্রাক্টর মালিকদের একাংশের। বাঁকুড়া (Bankura) জেলার কোতুলপুর ব্লকের রামচক মোড়ে বুধবার ট্রাক্টর আটকে রীতিমতো বিক্ষোভে শামিল হলেন বেশ কিছু ট্রাক্টর মালিক। বিক্ষোভরত ট্রাক্টর মালিকদের দাবি, দিনের পর দিন বালি খাদানে বালির মূল্যবৃদ্ধি ঘটছে। বারবার বালি খাদান মালিকদের এই বিষয়ে জানানো হয়েছে।

কিন্তু তারপরেও কোনও সমস্যার সমাধান হয়নি। বুধবার এরই প্রতিবাদ জানিয়ে বেশ কিছু ট্রাক্টর আটকে ট্রাক্টর মালিকদের একাংশ বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে রাস্তার ধারে লাইন দিয়ে আটকে পড়ে অনেক ট্রাক্টর।

Water Crisis : আর্সেনিকমুক্ত পানীয় জল চাই, দাবি জানিয়ে বিক্ষোভ মালদার গ্রামে
যেভাবে বালির দাম বাড়ছে তাতে তাদের লাভের পরিমাণ কমছে এবং সাধারণ মানুষরাও বালি কিনতে চাইছেন না ফলে সমস্যায় পড়তে হচ্ছে ট্রাক্টর মালিকদের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ এবং পুলিশের আশ্বাসে ট্রাক্টর মালিকরা বিক্ষোভ তুলে নেন।

বিক্ষোভরত এক ট্রাক্টর মালিক জানান, “গত এক তারিখ থেকে আমাদের এই সমস্যায় পড়তে হচ্ছে। বালি খাদান মালিকদের জানানো হলেও বালির দাম কমাচ্ছে না তারা।” নিজেদের ইচ্ছেমতন বালি খাদান মালিকরা বালির দাম নিচ্ছেন বলে জানান বিক্ষোভরত ট্রাক্টর মালিকরা।

Paschim Bardhaman : ‘জমির বদলে চাকরি’, দাবিতে অবস্থান বিক্ষোভ পাণ্ডবেশ্বরে
ওই ট্রাক্টর মালিক আরও বলেন, “এভাবে আমাদের চলবে কি করে তা কেউই ভাবছেন না। আমরা বেশি দামে বালি কিনতে বাধ্য হচ্ছি, আর এদিকে এত দাম দেখে সাধারণ মানুষ বা প্রোমোটাররাও বালি কিনতে রাজি হচ্ছেন না। সেই সঙ্গে আমাদের লাভের পরিমান দিনের পর দিন কমছে। বালি খাদান মালিকদের আমরা আমাদের সমস্যার কথা জানিয়েছি। কিন্তু তাঁরা আমাদের কথাতে আমল দিতে রাজি নন। তাই আমরা আজ এই বিক্ষোভ দেখালাম। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আমরা ট্রাক্টর পুরোপুরি বন্ধ করে দেব।”

যদিও ট্রাক্টর মালিকদের এই অভিযোগ মানতে রাজি নন বালি খাদান মালিকরা। এই বিষয়ে এক বালি খাদান মালিক বলেন, “বালির দাম এমন কিছু বেশি নেওয়া হচ্ছে না। সরকার ও প্রশাসনের বেঁধে দেওয়া দাম মতই সবার কাছে বালির দাম নেওয়া হচ্ছে। ওনাদের দাম বেশি লাগলে সেটাতে আমাদের কিছু করার নেই।”

Sand Smuggling : রাতের অন্ধকারে ফিল্মি কায়দায় বালি পাচারের অভিযোগ! প্রতিবাদে ৩টি ট্রাক্টর আটক বাসিন্দাদের
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর থেকে বালি তোলার উপর সরকারি বিধিনিষেধ উঠে গিয়েছে। তারপর থেকেই অনেক বেড়ে গিয়েছে বালির দাম। ট্রাক্টর পিছু বালি বিক্রি হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায়। বর্ষাকালীন বিধিনিষেধ জারি হওয়ার আগে এই দাম ছিল ট্রাক্টর পিছু দেড় থেকে প্রায় দু’হাজার টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *