Duare Sarkar : দুয়ারে সরকারে আবেদন পূরণে এগিয়ে এলেন পুরপ্রধান, আপ্লুত গ্রামবাসীরা – duare sarkar camp in cooch behar mayor rabindra nath ghosh came forward to fill the application


Rabindra Nath Ghosh : দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে জনসাধারণের সঙ্গে প্রশাসনের নিবিড় সংযোগ গড়ে তুলতে তৎপর রাজ্য সরকার। জনহিতকর কর্মসূচিগুলি মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি জনসংযোগের ক্ষেত্র হিসাবে এই শিবির যথেষ্ট কার্যকরী বলেই ধারণা অনেকের। এবার শিবিরে যোগদান করে সাধারণ গ্রাহকদের আবেদনপত্র পূরণ করে দিলেন পুরসভার চেয়ারম্যান। তাঁর তৎপরতায় আপ্লুত জনসাধারণও।

Duare Sarkar 2023 : ঝাড়গ্রাম জেলায় ‘দুয়ারে সরকার’ শিবিরে ব্যাপক সাড়া, খুশি জেলাশাসক
দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনকারীদের ফর্ম ফিলাপ করে দিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার দুপুরে তাঁর নিজের ওয়ার্ডের সদর নাগরি হিন্দি বিদ্যালয়ে যান রবীন্দ্রনাথ ঘোষ। শিবিরে গিয়ে গ্রাহকদের দিয়ে এগিয়ে যান তিনি। সেখানে তাঁকে বাসিন্দাদের ফর্ম ফিলাপ করে দিতে দেখা যায়।

Duare Sarkar 2023 : প্রত্যন্ত এলাকার জন্য বিশেষ উদ্যোগ, সুন্দরবনে এবারও ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্প
পরে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এটা আমার নিজের ওয়ার্ড। এদিন এই স্কুলে এসে দেখি অনেকেই দাঁড়িয়ে আছে। ফর্ম ফিলাপ করতে পারছে না। তাই ফর্ম ফিলাপ করে দেওয়া হল।” পুর চেয়ারম্যানের উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় এক বাসিন্দার কথায়, অনেকেই ঠিক করে আবেদন পূরণ করতে পারে না। যার জন্য সরকারি পরিষেবা মিলতে অনেকটা বিলম্ব হয়। সেক্ষেত্রে সরকারি আধিকারিকরা অনেকটা সাহায্য করেন। তবে পুর চেয়ারম্যান এগিয়ে আসায় অনেকেই খুশি।

Duare Sarkar : বিধবা ভাতা আবেদন করা যাবে দুয়ারে সরকার শিবিরেই, বড় সিদ্ধান্ত রাজ্যের
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল থেকে গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও দুয়ারে সরকার শুরু হয়েছে। জেলার বিভিন্ন ক্যাম্পে ৪০ হাজারের বেশি মানুষ আবেদন জানিয়েছেন। মূলত সামাজিক সুরক্ষা প্রকল্পে এবার আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যেও অনেকে আবেদন করছে। গ্রামে যেমন শিবির হচ্ছে, পুরসভা এলাকাতেও এই শিবির হচ্ছে।

Duare Sarkar 2023 : রাজ্যে শুরু দুয়ারে সরকার শিবির, প্রথম দিনেই ব্যাপক সাড়া
প্রসঙ্গত, এবারের শিবির থেকে লক্ষ্মীর ভাণ্ডার, ডিজিটাল রেশন কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জাতি সংশপত্র, তফশিলি বন্ধু, খাদ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, শিক্ষাশ্রী, ১০০ দিনের কাজ এই সমস্ত ধরণের আবেদন জমা নেওয়া হচ্ছে।

Duare Sarkar 2023 : ৪ নয়া প্রকল্পে আবেদনের সুযোগ, শনিবার শুরু দুয়ারে সরকার
প্রশাসন সূত্রে খবর, ২০২০ সাল থেকে শুরু হওয়া এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩ লাখ ৭১ হাজার ক্যাম্প করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৭৭ লাখ রাজ্যবাসী উপকৃত হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এপ্রিল মাসে পুনরায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। বেশিরভাগ মানুষ সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টায় রয়েছে রাজ্য সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *