Ghatal Paschim Medinipore : দৃষ্টিহীনদের সঙ্গে দুই যমজ কন্যার জন্মদিন পালন! অভিনব উদ্যোগ ঘাটালের মহকুমাশাসকের – ghatal subdivisional officer suman biswas celebrated his daughter birthday in blind school


West Bengal Local News: অভিনবভাবে যমজ দুই কন্যার জন্মদিন পালন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস। দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিজের যমজ দুই কন্যার জন্মদিন পালন করে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। এই সরকারি আধিকারিকের দুই যমজ কন্যা শ্রীনিকা এবং তৃষিতা পাঁচ বছরের জন্মদিন ছিল বুধবার।Cancer Patient Hair Donate : মাথার ঘন চুল উপহার ক্যান্সার রোগীদের, অন্যরকম জন্মদিন পালন বাঁকুড়ার অদ্রিজার
নয়নের মণি দুই কন্যার জন্মদিন পালনের জন্য এই মহকুমাশাসকের এই পদক্ষেপ দেখে সকলে অবাক হয়ে গিয়েছেন। দাসপুর নির্বাক মঠের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সাথে কেক কেটে পালিত হয় মহকুমাশাসকের দুই কন্যা সন্তানের জন্মদিন। এমনকী বুধবার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদেরর দুপুরের মধ্যাহ্নভোজের খাবার পরিবেশন করতে দেখা গেল তাঁকে।

মহকুমাশাসকের এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি এলাকাবাসীরাও। সুমনবাবু জানিয়েছেন, দৃষ্টহীন ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে পেরে তাঁর ভালো লেগেছে। তিনি জানিয়েছেন, গত বছরও তাঁর দুই কন্যার জন্মদিন এঁদের সঙ্গে পালন করেছেন তিনি। এমনকী তাঁর মেয়েরাও এতে খুবই খুশি বলেই জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক। এদিন ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু পদ রান্না করা হয়েছিল। মহকুমাশাসকের এই উদ্যোগে স্বভাবতই তাঁরও খুশি।

Arjun Singh Raju Jha : ‘প্রিয় ছিল…যারা খুন করেছে ধরা পড়ুক’, রাজু ঝা নিয়ে মন্তব্য অর্জুনের
ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, “এখানে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সঙ্গে আমার দুই যমজ কন্যার জন্মদিন পালন করতে পেরে খুবই ভালো লাগছে। আমি আগের বছরও এঁদের সঙ্গে জন্মদিন পালন করেছিলাম। এবছরও মেয়েদের জন্মদিন পালন করতে পেরে খুবই ভালো লাগছে। আমারও দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছে। আগামী দিনেও বিশেষভাবে মেয়েদের জন্মদিন পালন করার পরিকল্পনা রয়েছে।”

দৃষ্টিহীনদের স্কুলের সম্পাদক সুভাষ ত্রিপাঠী এই প্রসঙ্গে বলেন, “প্রত্যেক বছরই উনি নিজেরে মেয়েদের জন্মদিন এখানে পালন করেন। এটা খুবই ভালো উদ্যোগ। এইভাবেই পিছিয়ে পড়াদের পাশে দাঁড়ানো উচিৎ। প্রত্যেক বছর দুর্গাপুজোর সময়ও তিনি এখানকার বাচ্চাদের জন্য উপহার পাঠান। সেই কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাকিদেরও এগিয়ে আসার আবেদন জানাব। তাঁরা যেন সমাজের পিছিয়ে পড়াদের পাশে দাঁড়ান।”

Mamata Banerjee News : ধরনা মঞ্চে বাতাসের হুটোপুটি, ‘অসভ্য চুল’ নিয়ে ব্যতিব্যস্ত মমতা
ঘাটালের মহকুমাশাসকের এই উদ্যোগে স্বাভাবিকভাবে খুশি এলাকার বাসিন্দার। স্থানীয় বাসিন্দা অনুপ মাঝি এই প্রসঙ্গে বলেন, “ঘাটালের মহকুমা শাসকের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। উনি দৃষ্টিহীনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সমাজের সবাই এই ধরনের উদ্যোগ নিলে পিছিয়ে পড়াদের অনেকে উন্নতি হবে। খুব ভালো উদ্যোগ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *