Group D Agitation : তমলুকের পর বাগনান, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লংমার্চ ঘিরে উত্তেজনা – group d job aspirants agitation in howrah bagnan


West Bengal News : তমলুকের পর এবার বাগনান। আবার গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আটকাল পুলিশ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এদিন সকালে চাকরি প্রার্থীরা হাওড়া জেলার বাগনানের আমতা মোড় থেকে তাদের দ্বিতীয় দিনের মিছিল শুরু করে।

বাগনানের জোকা নিমতলার কাছে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়ন ছিল। চাকরি প্রার্থীদের মিছিল সেখানে পৌঁছাতেই পুলিশ তাদের এগোতে বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি বেধে যায়। দফায় দফায় পুলিশি বাধায় বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন।

CPIM Wins Co Operative Election : হুগলি সমবায় সমিতির নির্বাচনে বড়সড় জয় বামেদের, খাতা খুলতে পারল না TMC-BJP
চাকরি প্রার্থীদের অভিযোগ হাইকোর্টের অনুমতি নিয়ে তাঁরা মিছিল করলেও তাদের পুলিশ বাধা দিচ্ছে। ন্যায্য অধিকার থেকে তারা সরবেন না বলেও জানিয়ে দেন চাকরি প্রার্থীরা। প্রয়োজন হলে তারা মৃত্যুবরণ পর্যন্ত করতে রাজি আছে বলে জানিয়ে দিয়েছেন চাকরি প্রার্থীরা। ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ১০ জন চাকরি প্রার্থীকে আটক করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, চাকরির দাবিতে এবার লং মার্চ শুরু করেছেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। এবার তিনদিন ধরে রাস্তায় হাঁটছেন চাকরি প্রার্থীরা। ২০০ দিনের বেশি সময় ধরে নিয়োগের দাবিতে অবস্থান করছেন তাঁরা। তাঁদের দাবি, অবস্থান বিক্ষোভ করার পরেও পথে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা। তিন ধরে এই কর্মসূচি চলবে।

Mamata Abhishek : আজ ধর্নায় মমতা, সভায় অভিষেক, যানজটের আশঙ্কা
গতকাল ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি আছে। বঞ্চনার অভিযোগ তুলে রাজ্য গ্রুপ D-র চাকরিপ্রার্থীরা শহিদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ২১৯ দিন ধরে ধর্না করছেন। হাইকোর্টের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরই দীর্ঘ পদযাত্রা বা লং মার্চ করছেন তাঁরা। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তাঁদের তিনদিনের পদযাত্রার অনুমতি দিয়েছেন।

তমলুক থেকে শহিদ মিনার পর্যন্ত এই লং মার্চ শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। তমলুকের হোগলায় শহিদ মাতঙ্গিনী হাজরার বাসভবন থেকে যাত্রা শুরু হয়েছে। হোগলা থেকে বাগনানে এসেছে এই লং মার্চ। আর তারপরেই এই উত্তেজনা। আজ দ্বিতীয় দিন ৪ এপ্রিল বাগনান থেকে মিছিল যাবে ধূলাগড়ে।

তৃতীয় দিন অর্থাৎ আগামীকাল বুধবার ধূলাগড় থেকে শহিদ মিনার পৌঁছবেন আন্দোলনকারীরা। এরপর নবান্নে ডেপুটেশন দেবেন তাঁরা। কিন্তু এই শান্তিপূর্ণ লংমার্চে পুলিশ কেন এরকম বাধা দিচ্ছে এই নিয়েই সন্দিহান সকলে।

Hooghly BJP : সুজন-সূর্যকান্তদের নামেও ‘চাকরি চোর’ স্লোগান, হুগলিতে TMC-CPIM-র বিরুদ্ধে বিক্ষোভ BJP-র
লংমার্চে অংশ নেওয়া এক চাকরি প্রার্থী এদিন বলেন, “আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। এর জন্য কোনও মানুষের অসুবিধে হয়নি। তা সত্ত্বেও আমাদের ওপর বলপ্রয়োগ করা হচ্ছে। আসলে আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে প্রশাসন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *