Malda News : স্কুল থেকে টাকা চুরি করায় ছাত্রকে বকুনি, পালটা শিক্ষিকাকে বেধড়ক মারধর পড়ুয়ার মায়ের! – malda school teacher allegedly face bad behaviour for scolding a student


West Bengal News শাসন করায় বিদ্যালয়ে ঢুকে শিক্ষিকাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ছাত্রের অভিভাবক সহ আত্মীয় পরিজনদের বিরুদ্ধে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মানিকচক থানার অন্তর্গত নাজিরপুর পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

Medinipore News : অকারণে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর! সবংয়ের স্কুলে ধুন্ধুমার
আক্রান্ত ওই শিক্ষিকার নাম দেবপ্রিয়া রায়। নাজিরপুর পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ে তিনি সহ শিক্ষিকা হিসেবে কর্মরত। জানা গিয়েছে, মঙ্গলবার বিদ্যালয়ের আলমারি থেকে প্রায় ৭০০ টাকা চুরি হয়ে যায়। এই ঘটনাই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র অভিজিৎ ঘোষ চুরির কথা স্বীকার করে বলে জানান শিক্ষকরা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ওই ছাত্রকে মারধর করে বলে পরিবারের দাবি।

Sabooj Sathi Cycle : সবুজ সাথীর সাইকেলের জন্য নেওয়া হচ্ছে ৫০ টাকা! বিতর্ক চন্দ্রকোণার স্কুলে
অভিযোগ, বুধবার হঠাৎই স্কুলে পৌঁছয় ওই ছাত্রর মা পম্পা ঘোষ ও চন্দনা ঘোষ নামক এক মহিলা। টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তুমুল বিতর্ক করেন ওই মহিলারা। আরও অভিযোগ উঠেছে, ওই দুই মহিলা মিলে শিক্ষিকা দেবপ্রিয়া রায়কে ব্যাপক মারধর করেন। গ্রামের অন্যান্য বাসিন্দারা এসে পরিস্থিতির সামল দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ।

Birbhum TMC Conflict : গ্রাম দখলকে ঘিরে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নানুর, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
ওই শিক্ষিকা দেবপ্রিয়া রায় বলেন, “গতকাল স্কুলে প্রবেশ করে এক ব্যক্তি উলটো পালটা কথা বলে। আজ বাচ্চার মা এসে আমাকে মেরেছে। চন্দনা ঘোষের দুই ছেলে এসে আমাকে হুমকি দিয়ে গিয়েছে। আমরা শিক্ষক হিসেবে ভালো-মন্দের শিক্ষা তো দিতেই পারে। আমাদের শাসন করার একটা অধিকার রয়েছে বলেই শিক্ষক হিসেবে মনে করি।”

Recruitment Scam : চাকরির প্রতারণায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
তিনি আরও বলেন, “ছেলেটি স্কুলের ড্রয়ার থেকে ৭০০-৮০০ টাকা চুরি করেছিল। না মারলে স্বীকার করছিল না। মারার পর বলল আমি আর করব না। ২০ টাকা ফেরতও দেয়। ওর মাকে ডেকে পুরো বিষয়টি বলা হয়। তিনি ওই ছাত্রটিকে বেধড়ক মারেন। কিন্তু, পালটা আমাদের উপর রাগ দেখাতে শুরু করেন। আমাকে মারধর করে। আমি অভিযোগ দায়ের করব।”

DA Protest News : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, কালো ব্যাচ লাগিয়ে হুগলিতে বিক্ষোভ বামপন্থী শিক্ষক সংগঠনের
এদিকে শিক্ষিকার যাবতীয় দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন ওই ছাত্রের মা। ছাত্রের মা পম্পা ঘোষ বলেন, “আমার ছেলের জন্য সকলে ম্যামের সঙ্গে কথা বলেছেন। আমরা ম্যাডামকে মারিনি। আমার ছেলে ২০ টাকা নিয়ে আবার ফেরতও দিয়ে দিয়েছিল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *