এবার গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে এলেন বিধায়ক। পঞ্চায়েত ভোটের মুখে মালদার (Malda) চাঁচলের গালিমপুর, শ্রীপতিপুর সহ বিস্তীর্ণ এলাকার নদী বাঁধ পরিদর্শনে গেলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। যদিও ভোটের মুখে প্রচারের আলোয় আসতে তড়িঘড়ি নদী বাঁধ পরিদর্শন করছেন বিধায়ক, এমনই কটাক্ষ করেছে কংগ্রেস (Congress)।
উল্লেখ্য, বর্ষার মুখে মহানন্দা নদী বাঁধ বিপন্ন। বাঁধ সংস্কারের দাবিতে একাধিকবার আন্দোলনের পথে হেটেছেন এলাকাবাসীরা। জলের তোড়ে যেন ভিটে ছাড়া না হতে হয়, তাই পরিত্যক্ত বাঁধ মজবুত আকারে সংস্কারের দাবি জানিয়েছে এসেছেন গালিমপুর, খিদিরপুর, শ্রীপতিপুর এলাকার মানুষেরা। যদিও দশকের পর দশক ধরে অবহেলিত রয়েছে বাঁধ।
যার জেরে বন্যা এলেই গ্রাম ছাড়া হয়ে অন্যত্র তাঁবু খাটিয়ে আশ্রয় নিতে হয় কয়েকশো বাসিন্দাদের। সেই ভয়াবহ চিত্র গত ২০১৭ সালের বন্যাতেও দেখা গিয়েছে ওই এলাকায়। এই বছর বর্ষার সময় সেই ভয়ানক দুর্দশার শিকার যাতে না হতে হয়, বিধায়ক ও প্রশাসনিক মহলে আবেদন জানিয়েছিলেন এলাকাবাসীরা।
তাই গ্রামবাসীদের দাবি পূরণ এগিয়ে এলেন এলাকার তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। তিনি মহানন্দা নদী বাঁধ পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। বিধায়ক নীহার রঞ্জন বলেন, “এর আগে এখানে যারা বিধায়ক ছিল, তারা কোনও কাজ করেননি। মানুষ কোথায় জলে ভেসে গেল, না ডুবে গেল, মানুষের কথা শোনেননি তারা। যার ফলে আজ আমাকে কথা শুনতে হচ্ছে। আমি মানুষের পাশে আছি। তাদের সমস্যা দ্রুত মেটাব”।
জানা গিয়েছে, চাঁচল এলাকায় কয়েকবার কংগ্রেসের বিধায়করা ছিলেন। তাদেরকেই তোপ দাগেন বর্তমান বিধায়ক। এদিকে একথা শুনে বিধায়ককে বেলাগামভাবে আক্রমণ করলেন চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক।
তিনি বলেন, “বিধায়ক নীহার রঞ্জন ঘোষ মিথ্যার রাজনীতি করেন। এটা গোটা মালদা জেলার মানুষ জানেন। মালদার মানুষ তাকে ছুড়ে চাঁচলে ফেলে দিয়েছে। মালদায় নীহারের দ্বিতীয়বার ডাল সিদ্ধ হয়নি। তাই চাঁচলে এসেছেন। এখন চাঁচলের মানুষকে বোকা বানাচ্ছেন।”
আঞ্জারুল আরও বলেন, “চাঁচলে যা কিছু হয়েছে, কংগ্রেস করেছে। মহানন্দা নদী বাঁধ রোড কংগ্রেসই করেছিল। তৃণমূলের বিধায়ক এখন মিথ্যার রাজনীতি করছেন।” তৃণমূল বিধায়ককে একইভাবে আক্রমণ করেছে CPIM। চাঁচল-১ নং ব্লক CPIM-র এরিয়া কমিটির সম্পাদক হারুন অল রশিদ বলেন, “এতদিন বিধায়ক কোথায় ছিলেন? ভোটের মুখে এলাকায় গিয়ে এখন নাটক শুরু করছেন।”