Nadia News : বউদির আত্মহত্যার ৩ দিন পর নিমগাছে দেওরের ঝুলন্ত দেহ! নদিয়ায় চাঞ্চল্য – hanged body of nadia youth found from neem tree police started probe


নদিয়াতে এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নদিয়া জেলার নবদ্বীপ থানা এলাকার চরব্রহ্মনগর পূর্ব পাড়ায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম চন্দন দেবনাথ। আজ সকালে বাড়ির পাশেই একটি নিমগাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।মৃতদেহ উদ্ধারের পর পুলিশ যুবকের দেহ নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য যুবকের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Jalpaiguri Police Suicide : বাথরুমে ঢুকতেই গুলির শব্দ! পুলিশ কনস্টেবলের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও এক চাঞ্চল্যকর ঘটনার কথা জানা গিয়েছে। এই ঘটনার তিনদিন আগেই তাঁর বউদি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম নিষ্কৃতি দেবনাথ বলে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে। একইভাবে দেওরেরও আত্মহত্যার ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনদিন আগে ওই যুবকের বউদি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মঙ্গলবার মৃত বউদির দেহের শেষকৃত্য সম্পন্ন করে কলকাতা থেকে ফিরেছিল চন্দন। ফিরে আসার পর ঝুলন্ত অবস্থায় নিমগাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Indian Air Force : প্রশিক্ষণের সময় এয়ারক্যাফ্ট থেকে পড়ে মৃত্যু বায়ুসেনা কর্মীর, প্যারাশুট খোলায় বিপত্তি?
স্থানীয় সূত্রে আরও এক চাঞ্চল্যকর ঘটনার কথা জানা গিয়েছে। ওই যুবকের সঙ্গে তাঁর বউদির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই বউদির আত্মহত্যার পর সেও একইভাবে নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ।

ঘটনার কথা সকালবেলা চাউর হতেই এলাকাতে হইচই শুরু হয়ে যায়। এই প্রসঙ্গে মৃত যুবকের দাদা মানিক দেবনাথ বলেন, “সকালে আসেপাশে হইচই শুনে গিয়ে দেখি আমার ভাই ঝুলে রয়েছে। স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কেন সে এমন সিদ্ধান্ত নিল আমি জানি না। খুবই খারাপ লাগছে।”

Narayanpur Murder : চাকরি হারানোর পর বউয়ের গৃহত্যাগ! অবসাদে মাকে শ্বাসরোধ করে খুন যুবকের
স্থানীয় বাসিন্দা অমিত পাল এই প্রসঙ্গে বলেন, “কয়েকদিন আগেই মৃত যুবকের বউদি আত্মহত্যা করেছিল একইভাবে। আজ শুনলাম চন্দনের দেহও ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। ওই দু’জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেই শুনেছি। একই বাড়িতে দুজনের মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *