Rishra Violence : ‘গুজব ছড়াবেন না, শান্তি বজায় রাখুন…’, সচেতনতা বৃদ্ধিতে রিষড়ায় লিফলেট বিলি – rishra violence case a voluntary organization started to distribute liflet to raise awareness


Ram Navami Clash : গুজব ছড়াবেন না। অবাঞ্ছিত কিছু দেখলেই পুলিশকে খবর দিন। সবাই মিলে শান্তিতে থাকুন। এরকম একাধিক বার্তা নিয়ে পাড়ায় পাড়ায় লিফলেট বিলি হল রিষড়ায়। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এদিন সকাল থেকে বেরিয়ে পড়েন। জনসাধারণকে সজাগ ও সহাবস্থানে থাকার জন্য আহ্বান জানানো হয়। এরকম উদ্যোগে খুশি স্থানীয়রাও।

Rishra Clash : খুলছে দোকানপাট-বসছে বাজার, স্বাভাবিক ছন্দে ফিরছে ‘অশান্ত’ রিষড়া
বিগত দিনে করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছিল গ্রিন ভলেন্টিয়ার নামে একটি স্বেচ্ছাসেবী গ্রুপ। কারও অক্সিজেন প্রয়োজন, কারও ওষুধ দরকার বা হাসপাতালে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা। এরকম একাধিক কাজে এগিয়ে আসে এই গ্রুপ। এবার সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে রিষড়ায়। সম্প্রীতি বজায় রাখতে বুধবার থেকে রাস্তায় নামল এই সংগঠনের সদস্যরা।

Suvendu Adhikari : রিষড়া-শিবপুরে ৩৫৫ জারি হোক, রাজ্যপালের কাছে আর্জি শুভেন্দুর
আজ সকাল থেকে রিষড়ার মোরপুকুর বাজার, তিন নম্বর রেল গেট, রিষড়া সেবা সদনের সামনে, স্টেশন রোড এলাকায় লিফলেট বিলি করা হয়। যারা শান্ত রিষড়াকে অশান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে এক হওয়ার ডাক দেওয়ার পাশাপাশি গুজব না ছড়িয়ে শান্তি রক্ষা করার বার্তা দেওয়া হয়। অবাঞ্ছিত কিছু ঘটলে বা দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। সহ নাগরিকদের মিলেমিশে থাকার নির্দেশ দেওয়া হয়।

Rishra News : উত্তেজনাপ্রবণ এলাকায় ঢুকতে পুলিশি বাধা, রিষড়া স্টেশনে বসেই বিক্ষোভ লকেটের
রিষড়া গ্রিন ভলেন্টিয়ারের সম্পাদক সমীরন বসু বলেন, “সহ নাগরিকদের পাশে থাকতে হবে। তাঁদের সমস্যা পাশে দাঁড়াতে হবে। গোটা বাংলাতেই কিছু দুষ্কৃতী সম্প্রীতি নষ্ট করতে সক্রিয় হয়েছে। যারা সহ নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে তাঁদের ধিক্কার জানাই।” প্রশাসনের উপর আস্থা রাখুন, সেই কথা মানুষকে জানাতে পথে নেমেছি বলে জানান তিনি।

Ram Navami Rishra Violence : এবার অশান্তি রিষড়ায়, কড়া বার্তা রাজ্যপালের, জারি ১৪৪ ধারা
অন্যদিকে বুধবার সকাল থেকেই পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে রিষড়া। খোলা হয়েছে দোকানপাট। খুলেছে স্টেশন সংলগ্ন বাজারও। নিজেদের দৈনন্দিন কাজে বের হচ্ছেন সাধারণ মানুষও। যদিও বুধবারও রিষড়া ও শ্রীরামপুরের বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা আছে। এখনও অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা আছে।

Ramnabami Rishra Clashes: শিবপুরের পর এবার রিষড়া, রামনবমীর মিছিলে ঘিরে তুমুল অশান্তি- জ্বলল আগুন
গতকালই রিষড়া উত্তেজনা প্রবণ এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। জনসাধারণের সঙ্গে কথা বলেন তিনি। পুলিশ প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলায় কড়া নির্দেশ দেন। নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখা হয়নি এলাকা থেকে। গতকাল রাত থেকে প্রায় সাতশো অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রিষড়ায়। চন্দননগর কমিশনার পুলিশ, হুগলি গ্রামীন পুলিশ, হাওড়া সিটি পুলিশ, আসানসোল দুর্গাপুর কমিশনারের থেকেও অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *