Uttar 24 Pargana : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় চাঁদপাড়ার নার্সিংহোম – patient lost life due to wrong treatment in gaighata nursing home


West Bengal News : ফের রাজ্যে ভুল চিকিৎসার জেরে এক রোগীর মৃত্যুর অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলার চাঁদপাড়ায়। রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, চাঁদপাড়ার মণ্ডলপাড়া কালিতলার বাসিন্দা সন্তোষ বিশ্বাসকে (৬৩) তার বাড়ির লোক পায়ে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে গত ৩১ মার্চ উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার চাঁদপাড়ায় শিবাঙ্গী হাসপাতাল নামে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করান।

Nadia News : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কল্যাণীর হাসপাতালে
পরিবার সূত্রে জানা গিয়েছে, ৫ দিনের একটি প্যাকেজে সন্তোষকে ভর্তি নিয়েছিল ওই হাসপাতাল। এবং কলকাতার একজন ডাক্তারের দেখার কথা ছিল। পরিবারের এক সদস্য এদিন দাবি করে বলেন, “গতকাল রাতে নার্সিং হোমের পক্ষ থেকে তাদের ফোনে রোগীকে একটি ইঞ্জেকশন দেওয়ার কথা বলা হয়। তার জন্য ২৫০০ টাকা লাগবে, জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু সময় পর আরও একটি ইঞ্জেকশনের কথা বললে আমরা ১০ মিনিটের মধ্যে নার্সিং হোমে চলে আসি। এসে দেখি সন্তোষ বিশ্বাস মারা গিয়েছেন।”

পরিবারের আরও অভিযোগ, রাতে তাদের নার্সিং হোমে ঢুকতে বাধা দেওয়া হয়। যে ডাক্তারের কথা শুনে তারা রোগীকে ভর্তি করিয়েছিলেন সেই ডাক্তার তাদের রোগীকে একদিনও দেখেননি। ভুল চিকিৎসার জন্যই তাদের রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ওই পরিবার।

WB Government Schemes : মানা হল জনসাধারণের দাবিদাওয়া, সরকারি প্রকল্প নিয়ে সচেতনতা কর্মসূচি অশোকনগরে
এই বিষয়ে সঠিক তদন্তের আশ্বাস না পেলে তাঁরা নার্সিংহোম থেকে মৃতদহ বের করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই এই বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নেমেছে গাইঘাটা থানার পুলিশ।

যদিও এই বিষয়ে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। পরিসংখ্যান বলছে, বিশ্বে মৃত্যু ও প্রতিবন্ধিতার প্রধান ১০ কারণের অন্যতম অনিরাপদ বা ভুল চিকিৎসা সেবা। প্রতিবছর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ভুল চিকিৎসার কারণে ১ কোটি ৩৪ লাখ দুর্ঘটনা ঘটে। আর এতে ২৬ লাখ মানুষের মৃত্যু হয়। পশ্চিমবঙ্গে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ মাঝে মধ্যেই শোনা যায়।

Malda Medical College & Hospital : মাটিতে ফেলে মহিলাকে মারধর, খুলল শাড়ি! মালদা মেডিক্যালে ধুন্ধুমার
গত মার্চ মাসেই বর্ধমানের এক ডাক্তারের রেজিস্ট্রশন ৬ মাসের জন্য বাতিল করে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। চিকিৎসা সংক্রান্ত গাফিলতির কারণেই ওই চিকিৎসককে ৬ মাসের জন‌্য বরখাস্ত করা হয়। ওই ডাক্তারের কারণে এক রোগীকে মৃত্যুবরণ করতে হয় বলে অভিযোগ তোলে রোগীর পরিবার। তারপরেই তদন্ত করে কাউন্সিল এই সিদ্ধান্ত নেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *