WB Government Schemes : মানা হল জনসাধারণের দাবিদাওয়া, সরকারি প্রকল্প নিয়ে সচেতনতা কর্মসূচি অশোকনগরে – awareness camp in west bengal government projects in ashok nagar


West Bengal News : চলতি বছরের জানুয়ারি মাস থেকে রাজ্যে শুরু হয়েছিল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। ‘দিদির দূত’ (Didir Doot) হয়ে এই কর্মসূচিতে নেমেছিলেন রাজ্যের শাসকদলের আপামর নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা। এই কর্মসূচিতে যেমন সাধারণ মানুষের বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাঁদের, ঠিক তেমনি বহু মানুষের প্রচুর দাবিদাওয়ারও সম্মুখীন হয়েছিলেন তাঁরা। সেইরকমই দাবিদাওয়া মেটাতে এবার এগিয়ে এল উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলা প্রশাসন।

Lovely Maitra : কখনও পায়ে হেঁটে-কখনও স্কুটিতে, নন্দীগ্রাম ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে লাভলি
হাবরা (Habra) দু’নম্বর ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashokenagar) বিরা হাই স্কুল মাঠে সরকারি প্রকল্প নিয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল। সাধারণ মানুষ যাতে সরকারী প্রকল্পের সুবিধা পায়, সেদিকে লক্ষ্য রেখে একদিনের এই কর্মসূচি করা হল। যেখানে সাধারণ মানুষ তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সরকারি এই কর্মসূচির শিবিরে হাজির হলেন।

এই কর্মসূচিতে হাজির ছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এদিন তিনি বলেন, “দিদির দূত হিসেবে এলাকায় পরিদর্শনের সময় ছোট ছোট শিল্পর সঙ্গে যারা যুক্ত তারা সরকারি সুবিধা পান না বলে জানিয়েছেন। সাধারণ মানুষের কাছে সেই সরকারি সুবিধার কথা জানাতে পঞ্চায়েত গুলির ব্যর্থতা ছিল অথবা সাধারণ মানুষের নিজেদেরও জানতে অসুবিধা হচ্ছিল। তাই তাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।”

Didir Suraksha Kawach : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বিশেষ পন্থা জেলা সভানেত্রীর, ভিক্ষুকদের স্বনির্ভর করতে ওজন যন্ত্র প্রদান
তিনি আরও বলেন, “শুধু তাই নয়, সাধারণ মানুষকে যাতে এই ধরনের পরিস্থিতিতে আর পড়তে না হয়, তাঁরা যাতে সরকারী সুযোগ সুবিধাগুলি ঠিকঠাক পান, সমস্ত তথ্যগুলিও যাতে ঠিকঠাক ভাবে তাঁদের কাছে পৌঁছয়, সেই কারণেও এই সচেতনতা শিবিরের আয়োজন।”

এদিন হাবরা দু’নম্বর ব্লকের অধীন এক গ্রাম পঞ্চায়েতের সচেতনতা শিবির অনুষ্ঠিত হল রাজীবপুর খেলার মাঠে। সেখানে ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন ও নথিভুক্ত করলেন। এদিন এই কর্মসূচির মাধ্যমে কিছু মানুষকে সরকারি সুযোগ সুবিধাও দেওয়া হয়।

Didir Doot : দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তা, ‘দিদির দূত’ কর্মসূচিতে বিধায়ককে ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের
এই কর্মসূচিতে আসা এক স্থানীয় বাসিন্দা জানান, “বিধায়ক যখন আমাদের এলাকাতে দিদির দূত হয়ে এসেছিলেন, সেই সময়েই আমরা আমাদের দাবিগুলি জানিয়েছিলাম। অনেকদিন আগে ঘোষণা হলেও এখানে অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড পাননি। এছাড়াও কৃষকবন্ধু থেকে শুরু করে আরও বেশ কিছু সরকারী পরিষেবা নিয়ে সঠিক তথ্য কারোর কাছে ছিল না। আজকের এই শিবিরের মাধ্যমে এসব পরিষেবাগুলি নিয়ে অনেক তথ্য পেলাম, সেই সঙ্গে নামও নথিভুক্ত করে গেলাম।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *