West Bengal Latest News : সোনারপুরে অভিনব প্রতারণা চক্র, অনলাইনে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার আগে সাবধান! – one car fraud gang is active in sonarpur


গাড়ি চুরির অভিনব প্রতারণা চক্রের হদিশ সোনারপুর। নিজের গাড়ি বিক্রির জন্য যারা অনলাইনে বিজ্ঞাপন দিতেন তাঁদেরকেই টার্গেট করত অভিযুক্তরা ৷ তাদের গাড়ি হাতিয়ে নেওয়ার জন্য ওই বিক্রেতার হাতে ব্যাঙ্কের ভুয়োচেক বা ভুয়ো ডিমান্ড ড্রাফট তুলে দেওয়া হত । আর তা দেখে ওই গাড়ি হস্তান্তরের জন্য সমস্ত কাগজে সই করে দিতেন বিক্রেতা।

বেছে বেছে সপ্তাহের এমন একটি দিন ও সময়ে এই কাজের জন্য প্রতারকরা বেছে নিত যাতে ওই ব্যক্তি সেদিন ব্যাঙ্কে যেতে না পারে। আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই ওই গাড়িটিকে অন্য কোথাও বিক্রি করে দেওয়া হত।

Alipurduar News : লাখ লাখ টাকা প্রতারণা চক্রের পর্দাফাঁস! পুলিশের জালে ‘বিহারের গ্যাং’
এর জন্য বিভিন্ন এলাকা থেকে বহু মানুষকে কাজে লাগানো হত বলে অভিযোগ। এই ঘটনার মাস্টার মাইন্ডরা প্রকাশ্যে আসত না। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি একাধিক গাড়ি চুরির অভিযোগ দায়ের হয় নরেন্দ্রপুর থানায়। অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ করে একই ধরনের ঘটনাক্রম সামনে আসে। এরপরেই তদন্তকারীরা অনুমান করেন একটি নির্দিষ্ট গ্যাংয়ের কাজ এই গোটা বিষয়টি।

Raju Jha Durgapur : ‘কয়লা মাফিয়া’ রাজুর শরীর এফোঁড়-ওফোঁড় করে ৭ বুলেট! শক্তিগড় শ্যুটআউটে চাঞ্চল্যকর তথ্য
এরপরেই যাবতীয় তথ্য সামনে রেখে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারা দু’জনেই টাকা লেনদেন করেছে গাড়ি কেনার জন্য। ওই দুই ধৃতের নাম অভিষেক পাইক এবং অমল বাল্মিকী।

পুলিশের অনুমান এই ঘটনার নেপথ্যে একটি গ্যাং রয়েছে। কোনও এক বা দুই জন ব্যক্তির কাজ তা নয়। এর নেপথ্যে রয়েছেন একাধিকজন। জানা গিয়েছে, এদিন অভিযুক্তদের বারাইপুর আদালতে পেশ করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হয় পুলিশের তরফে।

Bangalore Crime : পার্ক থেকে তরুণীকে তুলে রাতভর চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ, বেঙ্গালুরুতে ধৃত ৪
জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে নেমে একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার করেছে পুলিশ ৷ ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। অনলাইনে জিনিসপত্র কেনার জন্য আজকাল আগ্রহ বেড়েছে সাধারণ মানুষ। বহু মানুষ সেখান থেকে জিনিসপত্র কেনেন। গাড়ি বিক্রির বিজ্ঞাপনও দেন অনেকে।

Recruitment Scam : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চাকরির নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, নরেন্দ্রপুরে ধৃত ১
আর অনলাইনে সাধারণ মানুষের ভরসা এবং অবাধ যাতায়াতের বিষয়টিরই লাভ তুলতে চেয়েছিল এই প্রতারকরা। একটি নির্দিষ্ট ছকে কাজ করছিল তারা। কারা গাড়ি বিক্রেতার সঙ্গে দেখা করবে? কারা টাকা দেবে? তা ঠিক করা হত আগে থেকেই, মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই, ঘটনার প্রেক্ষিতে যাবতীয় তথ্য খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *