Bankura TMC : ‘তুলসীর মালা ঝুলিয়ে বাড়াবাড়ি করছে CPIM…’, হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির – tmc leader attack cpim from didir suraksha kawach campaign in gangajalghati


West Bengal News : পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে জোর দিতে শাসক বিরোধী সব পক্ষই ময়দানে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি তার মধ্যে অন্যতম। সরকারের প্রকল্পের প্রচার করা হচ্ছে।

Didir Suraksha Kabach : তৃণমূলের প্রতিনিধি গ্রামে ঢুকতেই ঝাঁঝিয়ে উঠল গ্রামের মহিলারা, তুমুল বিক্ষোভ বাঁকুড়ায়
বাঁকুড়া (Bankura) জেলার গঙ্গাজলঘাটি ব্লকের নিত্যানন্দপুর অঞ্চলে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি প্রচারে গিয়ে বাঁকদহ গ্রামে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এরপর সারাঙ্গপুর গ্রামে স্বাস্থ্য কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান তৃণমূল নেতৃত্ব। পরে বিকেলে একটি জনসভা অনুষ্ঠিত হয় তড়কাবাইদ গ্রামে।

সেখানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তোপ দাগেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রচার করেন। এদিনের এই কর্মসূচিতে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Didir Suraksha Kawach : ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বিশেষ পন্থা জেলা সভানেত্রীর, ভিক্ষুকদের স্বনির্ভর করতে ওজন যন্ত্র প্রদান
এই কর্মসূচিতেই উপস্থিত হয়ে গঙ্গাজলঘাটি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হৃদয় মাধব দুবে বক্তব্য রাখতে গিয়ে CPIM-কে একহাত নেন। বামেদের আক্রমণ করে তিনি বলেন, “আজকে CPIM নামক অশুরটা তুলসীর মালা পরে উকিঁ ঝুকি মারছে। শুনে রাখো CPIM, একদম বেশী বাড়াবাড়ি করবে না তোমরা। ৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গটাকে শোষণ করেছো। তোমাদের ওই তুলসীর মালাটাকে গোড়া থেকে ছিঁড়ে ফেলে দেব। তোমরা তুলসীর মালা পরবে, আর মানুষের উপর সন্ত্রাস করবে এটা হবে না। আগের নির্বাচনগুলিতে মানুষের কাছে যেমন উপযুক্ত শিক্ষা পেয়েছ, ঠিক তেমনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও মানুষ তোমাদের উচিৎ শিক্ষা দেবেন।”

Lovely Maitra : কখনও পায়ে হেঁটে-কখনও স্কুটিতে, নন্দীগ্রাম ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে লাভলি
যদিও এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে CPIM। CPIM-এর রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি এই বিষয়ে জানান, “CPIM-এর ৩৪ বছরের ভুত এখনও ওদের ঘাড় থেকে নামছে না। তবে ১১ বছরে এরা এত দুর্নীতি করেছে, যে মানুষ এদেরকে এবার ছুঁড়ে ফেলে দেবে তা বুঝতে পেরেছে। তাই যত নির্বাচন এগিয়ে আসছে তত উলটো পালটা কথা বলছে। সাধারন মানুষের এতে কিছু যায় আসে না।তৃণমূলের দুর্নীতির রোগ গোটা রাজ্যটাকে ভিতর থেকে শেষ করে দিয়েছে। সাদা চোখে মানুষ তা বুঝতে পারছেন। তাই জন্যই এই দিদির সুরক্ষা কবচ নামক কর্মসূচিতে গিয়ে মানুষের বিক্ষোভের মুখে পড়ছে, এমনকি মানুষ এলাকা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বারও করে দিচ্ছেন। তৃণমূল আগে নিজদের নিয়ে ভাবুক।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *