BJP West Bengal : বিজেপির কোন্দলে উত্তপ্ত বর্ধমান, জেলা অফিসে তালা! দু’পক্ষের হাতাহাতিতে তুলকাালাম – bjp workers involved in clash outside purba bardhamand district party office


West Bengal News: দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান। দলীয় পতাকা হাতে নিয়েই জেলা কমিটির কার্যালয়ের প্রধান গেটে তালা মেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। এমনকী এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালেই বর্ধমানের বিজেপি জেলা পার্টি অফিসের সামনে শুরু হয় চেঁচামেচি।Howrah Ram Navami Violence : ‘অস্ত্রধারী’ সুমিতকে এড়াচ্ছে সবাই
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই জেলা বিজেপির সহসভাপতি শ্যামল রায়কে দল থেকে বহিষ্কার করা হয়। এদিন তাঁর বহিষ্কারের প্রতিবাদে জেলা বিজেপি অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মী সমর্থকরা। জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা ও যুব মোর্চা সভাপতি পিন্টু শ্যামকে অযোগ্য বলে দাবি করে তাঁদেরও অপসারণ চেয়েছেন বিক্ষোভরত বিজেপি কর্মীরা।

বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বিক্ষোভ চলাকালীন সেখানে এসে উপস্থিত হন জেলা যুবমোর্চা সভাপতি পিন্টু শ্যাম। তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা সেখানে যান। তাঁরা হাতুড়ি দিয়ে তালা ভেঙে বিজেপি জেলা অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখনই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। বিজেপি জেলা অফিসের বাইরে পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে।

Sukanta Majumdar: ‘জল-খাবারও যাতে না পাই সেই ব্যবস্থা করছে…’, ডানকুনির কাছে ফের বাধার মুখে সুকান্ত
বিজেপির দুই দল কর্মী সমর্থকদের হাতাহাতিতে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। জেলা বিজেপি কার্যালয়ের পার্শ্ববর্তী দুটি টেন্ট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিজেপি জেলা অফিসের সামনে আন্দোলনরত এক বিজেপি কর্মী সৌরভ বল এই প্রসঙ্গে বলেন, “দীর্ঘদিন ধরে যাঁরা জেলা সংগঠনের দায়িত্বে রয়েছেন, তাঁরা দলটাকে শেষ করে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে রাজ্য নেতৃত্ব ও জেলা সভাপতিকে জানানো হলেও কোনও লাভ হয়নি। বর্ধমানে বিজেপি বলতে মানুষ শ্যামল রায়কে চেন। জেলা সংগঠন নিয়ে কথা বলার কারণে তাঁকে দল থেকে বহিষ্কার হয়েছে। তাঁকে দলে ফিরিয়ে না নিলে আমাদের এই আন্দোলন চলবে।”

Rishra News : উত্তেজনাপ্রবণ এলাকায় ঢুকতে পুলিশি বাধা, রিষড়া স্টেশনে বসেই বিক্ষোভ লকেটের
বিজেপির যুবমোর্চ সভাপতি পিন্টু শ্যাম এই প্রসঙ্গে বলেন, “দল নীতি আদর্শের উপর চলে। কোনও ব্যক্তির উপর নির্ভর করে দল চলে না। সেই সিদ্ধান্ত মেলে আমরা কাজ করছি। টাকা দিয়ে শ্যামল রায় দুষ্কৃতী পাঠিয়েছিল। তালা মেরে দিয়েছিল, আমরা ভেঙে দিয়েছিল। শ্যামল রায় দীর্ঘদিন ধরে দলের ক্ষতি করছিল, সেই কারণেই তাঁকে দল থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *