CV Ananda Bose: হনুমান জয়ন্তীতে পুজো দিয়ে এলাকা পরিদর্শনে রাজ্যপাল, কলকাতা সহ ৩ জায়গায় মোতায়েন আধা সেনা – west bengal governor cv ananda bose visit various locality of kolkata on the hanuman jayanti


Hanuman Jayanti 2023 নজিরবিহীন নিরাপত্তা বলয়ে হনুমান জয়ন্তী উদযাপনের সাক্ষী হল রাজ্য। রামনবমীর মিছিল ঘিরে একের পর এক অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে বাড়তি সতর্ক সরকার। উৎসব ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য আদালতের নির্দেশে একাধিক স্পর্শকাতর এলাকা মোতায়েন আধা সেনা বাহিনী। পুরো পরিস্থিতিতে নজর রাখতে সকাল সকালই রাজপথে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যবাসীর কাছে শান্তিরক্ষার আবেদন করেন তিনি।

হনুমান জয়ন্তী উপলক্ষে এদিন হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল। লেকটাউনের হনুমান মন্দিরে এসে পুজো দেওয়ার পাশাপাশি অঞ্জলিও দেন সিভি আনন্দ বোস।

Mamata Banerjee Hanuman Jayanti: ‘শান্তিতে হনুমান জয়ন্তী পালন করলে কোনও অসুবিধা হবে না’, বার্তা মমতার

বৃহস্পতিবার সকালে রাজভবন থেকে বেরিয়ে প্রথমেই হনুমান জয়ন্তী উপলক্ষে লেকটাউনের হনুমান মন্দিরে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নিয়ম মেনে হনুমানজির মূর্তির সামনে পুজো দেন তিনি। রাজ্যপাল আসার কারণে মন্দিরের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। পুজো দিয়ে বেরোনোর সময় হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শান্তির বার্তা দেন সিভি আনন্দ বোস।

Hanuman Jayanti 2023 : ১০১ কেজির লাড্ডু ভোগ! মহাবীর মন্দিরে মহা ধুমধামে চলছে হনুমান জয়ন্তী

এরপর একবালপুরে যান রাজ্যপাল। সেখানে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি। একবালপুরের পর রাজ্যপালের গন্তব্য ছিল পোস্তা। স্থানীয়দের সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। রাজ্যপাল বলেন, ”শান্তি বজায় রাখুন। মানুষের কথা ভাবাই আমার কর্তব্য। সমস্ত মানুষকে সৎ বুদ্ধি দিক ভগবান। নব বর্ষে বাংলা শান্তি ও সম্প্রীতির নতুন যুগে প্রবেশ করবে।ঝান্ডা উঁচা রহে হামারা।” পোস্তায় এসে ছাতুর সরবতও খান রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Hanuman Jayanti 2023 : অশান্তি রুখতে কড়া রাজ্য, হনুমান জয়ন্তীতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

হনুমান জয়ন্তীতে বৃহস্পতিবার যে কোনও ধরনের অশান্তি উত্তেজনা এড়াতে স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। রামনবমীর অশান্তি থেকে শিক্ষা নিয়ে কলকাতার আট এলাকা সহ ব্যারাকপুর, হুগলিতেও মোতায়েন আধা সেনা। চলছে দফায় দফায় রুট মার্চ। কলকাতায় পোস্তা, আমহার্স্ট স্ট্রিট, একবালপুর, হেস্টিংস, গার্ডেন রিচ, চারু মার্কেট সহ স্পর্শকাতর এলাকায় মোতায়েন আধা সেনা জওয়ান।

এদিন হুগলির বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। ইতিমধ্যে মগরা থানা থেকে বেরিয়ে বাঁশবেড়িয়া কল বাজারের উদ্দেশে রওনা দেন আধা সামরিক বাহিনী, কল বাজারে হনুমান জয়ন্তী শোভাযাত্রায় রাজ্য পুলিশের সঙ্গে নিরাপত্তা দেন বাহিনীও। হাওড়া ও রিষড়ার ঘটনার পর সতর্ক রয়েছে প্রশাসন । এদিন সকালেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে এসে পৌঁছায় আধা সেনা জওয়ানরা।

CV Anand Bose : ‘অশান্তি বরদাস্ত নয়’, রিষড়ায় কড়া বার্তা রাজ্যপালের

টিটাগর থানা অঞ্চলের স্পর্শকাতর অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (মধ্য) আশিস মৌর্যের নেতৃত্বে হল রুটমার্চ । টিটাগর থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনী সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক এবং থানার বিশাল পুলিশ বাহিনী এই রুট মার্চে অংশ নেয় ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *