DA Protest : মুখ্যমন্ত্রীর ‘কুরুচিকর’ মন্তব্যের প্রতিবাদ, বালুরঘাট জেলা আদালতে কর্মবিরতি DA আন্দোলনকারীদের – balurghat district court employees started protest due to da protest


West Bengal News : বকেয়া DA-র দাবিতে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের নামে যে ‘কুরুচিকর’ মন্তব্য করেছেন, তার প্রতিবাদে সরব হলেন বালুরঘাট জেলা আদালতের সরকারি কর্মচারীরা। বকেয়া DA -র দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করলেন আদালতের সরকারি কর্মীরা। বকেয়া DA -র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ মঞ্চের ডাকে রাজ্যজুড়ে সরকারি কর্মচারীরা আজ কর্মবিরতি পালন করলেন।

DA Protest News : DA আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের, যৌথ মঞ্চের প্রতিবাদ বালুরঘাটে
সেই কর্মবিরতিতে সামিল হলেন বালুরঘাট জেলা আদালতের সরকারি কর্মচারীরাও। এদিকে আদালতের সরকারি কর্মচারীরা কর্মবিরতিতে সামিল হওয়ার ফলে এদিন সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে আইনজীবীরা। এদিন পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখা বালুরঘাট আদালতে কর্মবিরতি পালন করে।

শুধু বকেয়া DA -ই নয়, সেই সঙ্গে ছিল মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ। সব কিছু মিলিয়েই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তাঁরা। এই বিষয়ে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার জেলা সম্পাদক সায়ন্তন মুখোপাধ্যায় বলেন, “বকেয়া মহার্ঘ ভাতা কোনও ভিক্ষে নয়, এটা রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, তাঁদের প্রাপ্য। আর তা দিতেই অনেকদিন ধরে গড়িমসি করছে রাজ্য সরকার। উপরন্তু DA চেয়ে আন্দোলন করতে গেলে জুটছে আজে বাজে কথা। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সরকারি কর্মচারীদের এই ধরনের কথা বলেন, তাহলে এর থেকে হতাশার আর কী বা হতে পারে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়ছি। যতদিন না DA মিলবে, আমাদের আন্দোলন জারি থাকবে।”

DA Latest News : বারাসত আদালতে পেন ডাউন সরকারি কর্মচারীদের একাংশের, দুর্ভোগে সাধারণ মানুষ
তিনি আরও বলেন, “বুঝতে পারছি আজকের এই কর্মবিরতির জন্য আদালতে আসা অনেক মানুষ, আইনজীবীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। সে জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু সবার কাছে একটাই অনুরোধ, দয়া করে আমাদের দিকটাও ভেবে দেখুন।”

প্রসঙ্গত উল্লেখ্য, রেড রোডের ধর্না মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “চিরকুটে চাকরি পাওয়া চোর ডাকাতরা DA মঞ্চে গিয়ে বসে আছে।” আর এই মন্তব্যের প্রতিবাদেই প্রধানত আজকের কর্মবিরতি পালন করা হয়।

DA Protest News : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, হাজিরা খাতায় সই করে কর্মবিরতি DA আন্দোলনকারীদের
শুধু আজ নয়, গত শুক্রবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদ আন্দোলনে নামেন বালুরঘাটের সরকারি কর্মচারীদের একাংশ। সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জেলা শাসকের দফতরের সামনে প্রতিবাদে সামিল হন সংগঠনের সদস্যরা। বিক্ষোভ দেখান সরকারি কর্মচারীদের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *