সপ্তাহান্তেই দিল্লি রওনা হবেন মঞ্চের সমর্থকরা। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী বিভিন্ন ট্রেনে তাঁরা উঠবেন। ‘দিল্লি চলো’-র প্রস্তুতির মধ্যেই আজ, বৃহস্পতিবার রাজ্য জুড়ে সরকারি অফিসগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছে মঞ্চ।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ মিত্র বুধবার বলেন, ‘আমাদের আর্থিক বঞ্চনা সংক্রান্ত ডেপুটেশন আমরা দেবো রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের সময় পাওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লিতে আমাদের প্রতিনিধিরা চেষ্টা চালাচ্ছেন।’
আজ, বৃহস্পতিবার মঞ্চের ডাকা কর্মবিরতি বিজেপি সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদ নৈতিক ভাবে সমর্থন করলেও তাতে সক্রিয় ভাবে অংশ নিচ্ছে না। সংগঠনের সভাপতি দেবাশিস শীলের বক্তব্য, ‘বৃহস্পতিবার বিভিন্ন সরকারি দপ্তরে আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে।’
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির নেতা বিনয় হালদার জানিয়েছেন, মঞ্চের ডাকা কর্মবিরতিতে তাঁরা অংশ নিচ্ছেন। সরকারি কর্মচারীদের উদ্দেশে ‘কুরুচিকর’ মন্তব্য করা হয়েছে, এই অভিযোগে আইএনটিইউসি সমর্থিত ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়’-এর সভাপতি শ্যামলকুমার মিত্র অভিযোগ জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার ও হেয়ার স্ট্রিট থানার ওসি-র কাছে।