DA Protest In West Bengal : রাষ্ট্রপতির সাক্ষাৎ চান ডিএ-আন্দোলনকারীরা, আজ কর্মবিরতির ডাক – da protesters may meet with president draupadi murmu in delhi


এই সময়: আগামী সোম ও মঙ্গলবার, ১০ ও ১১ এপ্রিল বকেয়া ডিএ-র দাবিতে শুধু দিল্লির যন্তর-মন্তরে ধর্না নয়, ওই দু’দিনের কোনও একদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে পারেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশনও দেবেন তাঁরা।

DA Protest In West Bengal : ডিএ-র দাবিতে কর্মবিরতি ৬ই এপ্রিল, ধর্না দিল্লিতেও
সপ্তাহান্তেই দিল্লি রওনা হবেন মঞ্চের সমর্থকরা। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী বিভিন্ন ট্রেনে তাঁরা উঠবেন। ‘দিল্লি চলো’-র প্রস্তুতির মধ্যেই আজ, বৃহস্পতিবার রাজ্য জুড়ে সরকারি অফিসগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছে মঞ্চ।

DA Protest News : ‘হাজার কোটির দুর্নীতি, প্রয়োজনে হাইকোর্টে!’ বিস্ফোরক অভিযোগ DA আন্দোনকারীদের
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক বিশ্বজিৎ মিত্র বুধবার বলেন, ‘আমাদের আর্থিক বঞ্চনা সংক্রান্ত ডেপুটেশন আমরা দেবো রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের সময় পাওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লিতে আমাদের প্রতিনিধিরা চেষ্টা চালাচ্ছেন।’

DA Latest News : শুধু শো কজ নয়, ধর্মঘটের দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় আরও কড়া শাস্তির মুখে সরকারি কর্মী
আজ, বৃহস্পতিবার মঞ্চের ডাকা কর্মবিরতি বিজেপি সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী পরিষদ নৈতিক ভাবে সমর্থন করলেও তাতে সক্রিয় ভাবে অংশ নিচ্ছে না। সংগঠনের সভাপতি দেবাশিস শীলের বক্তব্য, ‘বৃহস্পতিবার বিভিন্ন সরকারি দপ্তরে আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে।’

DA Protest News : DA আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের, যৌথ মঞ্চের প্রতিবাদ বালুরঘাটে
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির নেতা বিনয় হালদার জানিয়েছেন, মঞ্চের ডাকা কর্মবিরতিতে তাঁরা অংশ নিচ্ছেন। সরকারি কর্মচারীদের উদ্দেশে ‘কুরুচিকর’ মন্তব্য করা হয়েছে, এই অভিযোগে আইএনটিইউসি সমর্থিত ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়’-এর সভাপতি শ্যামলকুমার মিত্র অভিযোগ জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার ও হেয়ার স্ট্রিট থানার ওসি-র কাছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *