DA Protest News : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, হাজিরা খাতায় সই করে কর্মবিরতি DA আন্দোলনকারীদের – bankura district court workers started protest against mamata banerjee statement


West Bengal News : রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই অভিযোগে ও মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের প্রতিবাদে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে বৃহস্পতিবার সারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছে সরকারি কর্মচারীদের একাংশ। এই আন্দোলন অংশ নিয়েছেন বাঁকুড়া (Bankura) জেলা আদালতের কর্মীরাও। বৃহস্পতিবার ওই কর্মসূচীর অঙ্গ হিসেবে হাজিরা খাতায় সই করে কালো ব্যাজ পরে ‘কর্মবিরতি’তে অংশ নিলেন আদালত কর্মীরা।

DA Protest News : DA আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের, যৌথ মঞ্চের প্রতিবাদ বালুরঘাটে
এদিন তাঁরা আদালতের হাজিরা খাতায় সই করে আদালতের বারান্দায় কর্মবিরতি ও বিক্ষোভে শামিল হন। এদিন বাঁকুড়া জেলা আদালতের কর্মীরা কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচীতেও অংশ নেন। যার জেরে সমস্যায় পড়েন আদালতে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ।

আদালত কর্মীদের এদিনের এই কর্মবিরতির জেরে বাঁকুড়া জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় বলে জানা গেছে। প্রসঙ্গত কেন্দ্রীয় হারে DA সহ একাধিক দাবিতে প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এরই মধ্যে গত ২৯ মার্চ রেড রোডের ধর্না মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের এই আন্দোলনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চিরকুটে চাকরি পাওয়া চোর ডাকাতরা DA মঞ্চে গিয়ে বসে আছে।”

DA Protest News : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, কালো ব্যাচ লাগিয়ে হুগলিতে বিক্ষোভ বামপন্থী শিক্ষক সংগঠনের
মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েই এদিন কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে, ত্রিপুরা, ঝাড়খণ্ডের মতো রাজ্যের সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গের চেয়ে বেশী DA পান। DA তাঁদের অধিকার। আর তা চাইতেই রাজ্য সরকারের প্রধানের কাছ থেকে কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছে।

এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান। এই বিষয়ে আদালতের এক কর্মী প্রসেনজিৎ মালাকার বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিশ্রম করে সরকারি চাকরি পাওয়া কর্মীদের এই ধরনের কথা বলে অপমান করা হয়েছে। রাজ্য সরকারী কর্মচারীরা কোনও ভিক্ষে চাইছেন না। DA চাইছেন। যেটা তাঁদের সম্পূর্ণ প্রাপ্য। ত্রিপুরা, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট রাজ্য। অথচ সেখানকার সরকারি কর্মীরা আমাদের রাজ্যের থেকে অনেক বেশি DA পেয়ে থাকেন। এই ধরনের বঞ্চনা চলবে না।”

DA Latest News : বারাসত আদালতে পেন ডাউন সরকারি কর্মচারীদের একাংশের, দুর্ভোগে সাধারণ মানুষ
অন্যদিকে, সরকারি কর্মচারীদের DA নিয়ে এই আন্দোলনের মাঝেই বৃহস্পতিবার রাজ্য সরকারকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিল রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে আলোচনায় বসার কথা সরকারি কর্মচারী সংগঠনের তিন সদস্যের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *