DA Protest : ধর্মঘটে অংশ নেওয়া কোনও শিক্ষকেরই বেতনে কোপ পড়েনি, হয়নি সার্ভিস ব্রেকও! অভয় DA আন্দোলনকারীর – da protester claims west bengal government did not take any steps against teachers who participated in 10 march strike


কেন্দ্রীয় হারে DA সহ স্বচ্ছ নিয়োগের দাবিতে বৃহস্পতিবার পেন ডাউনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় DA আন্দোলনকারীদের উদ্দেশে যে মন্তব্য করেছিলেন, তারই বিরোধিতা করে কর্মবিরতির পথে হাঁটছেন রাজ্য সরকারি কর্মীরা।

উল্লেখযোগ্যভাবে, গত ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিলেন DA-র দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। এদিকে ধর্মঘটের আগে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। যদি ওই দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন সরকারি কর্মীরা সেক্ষেত্রে শো কজ করা হবে তাঁদের।

DA Latest News : শুধু শো কজ নয়, ধর্মঘটের দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় আরও কড়া শাস্তির মুখে সরকারি কর্মী
শো কজ সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে ডাইস নন, একদিনের বেতন কেটে নেওয়ার মতো পদক্ষেপ করা হবে, একটি নির্দেশিকায় জানানো হয় এমনটাই। এবার এই প্রসঙ্গে উল্লেখযোগ্য দাবি করলেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কিংকর অধিকারী। তিনি বলেন, “১০ মার্চ ধর্মঘটের প্রেক্ষিতে কোনও শিক্ষকের বিরুদ্ধে বেতন কেটে নেওয়া বা ডাইস ননের মতো পদক্ষেপ করা হয়নি। আমরা সমস্ত সরকারি কর্মীদের বলব, ভয় পাবেন না।”

DA Latest News : DA জটিলতা সমাধানে বড় পদক্ষেপ, হাইকোর্টের পরামর্শে ১৭ তারিখের মধ্যে আলোচনায় সরকার-কর্মীরা?
অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি দেবাশিস শীলের কণ্ঠে অবশ্য সম্পূর্ণ অন্য কথা শোনা যায়। তিনি বলেন, “শিক্ষকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। কিন্তু, অন্যান্য সরকারি কর্মীদের ক্ষেত্রে লাইন ধরে ডাইস নন করা হচ্ছে। অনেকের বেতন কেটেছে। আমরা আগামী সপ্তাহেই ট্রাইবুনালে যাচ্ছি।”

DA Protest News : ‘হাজার কোটির দুর্নীতি, প্রয়োজনে হাইকোর্টে!’ বিস্ফোরক অভিযোগ DA আন্দোনকারীদের
উল্লেখ্য, DA আন্দোলনকারীদের তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “বাম আমলে যারা চিরকুটে চাকরি পেয়েছিল তারা DA মঞ্চে বসে আছে।” রাজ্যের মন্ত্রী মানস ভ্যুঁইয়া দাবি করেছিলেন, “DA আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে।”

বৃহস্পতিবার কিংকর অধিকারী বলেন, “রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে একটি পদক্ষেপ করা হবে। আমরা যে যে বিভাগে কাজ করি সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য দিয়ে আমরা মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখব। সেক্ষেত্রে যদি তাঁরা প্রমাণ করতে পারেন আমরা চিরকুটে চাকরি পেয়েছি করুন।”

DA Protest News : DA আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জের, যৌথ মঞ্চের প্রতিবাদ বালুরঘাটে
তাৎপর্যপূর্ণভাবে, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছেন, আগামী ১৭ তারিখের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের সরকারের সঙ্গে আলোচনায় বসার। সেক্ষেত্রে আন্দোলনকারীদের তিন জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।

DA Protest News : মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, কালো ব্যাচ লাগিয়ে হুগলিতে বিক্ষোভ বামপন্থী শিক্ষক সংগঠনের
সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হচ্ছে, তাঁরা আলোচনায় যেতে রাজি। প্রসঙ্গত, আপাতত DA মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। চলতি মাসে এই মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *