Darjeeling Tour : দার্জিলিং পরিচ্ছন্ন রাখতে কঠোর পুরসভা, নিয়ম ভাঙলেই হতে পারে মোটা জরিমানা – darjeeling municipality authority imposed fine on hawker for breaking rules


ফুটপাথে অভিযান চালালো দার্জিলিং পুরসভা। বৃহস্পতিবার যেসব হকাররা দোকানে পসরা সাজিয়ে বসেছিলেন, তাঁদের যাবতীয় জিনিস তুলে পুরসভাতে নিয়ে আসা হয়। দার্জিলিং পুরসভা সূত্রে জানা গিয়েছে, এদিন শৈলশহরের চৌরাস্তা এলাকায় চলে অভিযান। পুরসভার নিষেধ সত্ত্বে যেসব দোকানদার ও হকাররা বিভিন্ন জিনিস নিয়ে বসেছিলেন তাঁদের তুলে দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, একাধিকবার দোকানদারদের সেখান থেকে উঠে যেতে বলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কোনও লাভ হয়নি।

Darjeeling Mall : দার্জিলিং ম্যালে হকাররাজ বন্ধ, পর্যটকদের সুবিধায় বড় সিদ্ধান্ত পুরসভার
পুরসভা সূত্রে খবর, পরিষ্কারের জন্য বৃহস্পতিবার করে বন্ধ থাকে দার্জিলিঙের সব দোকান ও বাজার। পর্যটকদের কথা মাথায় রেখে সাফাই অভিযান চালায় পুরসভা। এদিন চকবাজার এলাকা পরিষ্কার হওয়ার কথা ছিল। কিন্তু পুর কর্তৃপক্ষের নির্দেশ অগ্রাহ্য করে প্রত্যেকদিনে মতো আজও সেখানে বসেছিল দোকানবাজার। একাধিকবার পুর কর্তৃপক্ষের সতর্ক করা হলেও কথায় কর্ণপাত করেননি দোকানদাররা।

হকাররা নির্দেশ অমান্য করার পর বাধ্য হয়ে আসরে নামে পুরসভা। হকারদের বিক্রিযোগ্য যাবতীয় সামগ্রী তুলে নিয়ে পুরসভায় নিয়ে আসা হয়। এমনকী সংশ্লিষ্ট হকারদের পুরসভাতে ডেকে তাঁদের থেকে নাম ও ঠিকানা নেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করার জন্য তাঁদের জরিমানা করা হতে পারে বলেও জানা গিয়েছে।

Jhargram Zoological Park : তিন শাবকের জন্ম দিল হর্ষিণী, চলছে কড়া নজরদারি
পুরসভার মার্কেট সুপার বলেন, “বোর্ডের নির্দেশে সকাল থেকে পুর এলাকায় আমাদের নজরদারি চলছে। দু থেকে তিনবার হকারদের সতর্ক করা হয়েছে, এমনকী দোকান লাগাতে নির্দেশ করা হয়েছে। সন্ধে বেলা আমাদের কাছে অভিযোগ আসে। সেই কারণে বাধ্য হয়ে পুরসভা তাঁর সামগ্রী সমেত হকারদের এখানে নিয়ে এসেছে। যাঁরা নিয়ম ভেঙেছেন তাঁদের থেকে ৫০ শতাংশ জরিমানা করা হবে। নেহেরু রোডে তদারকি হবে। সেই অনুযায়ী চেয়ারম্যানকে রিপোর্ট দেওয়া হবে। চেয়ারম্যান যা নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ করা হবে।”

পুরসভা সূত্রে জানা গিয়েছে, দার্জিলিঙের নেহেরু রোডেও অভিযান চলবে। সেখানে অধিকাংশ দোকানই ফাস্টফুডের। এই সমস্যা নিয়ে আগামিকাল পুরসভায় একটি বৈঠক রয়েছে। সেখানে এই বিষয়টি উত্থাপিত হবে। পুরবোর্ড যা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী আগামী দিন কাজ হবে বলে জানিয়েছে পুরসভা।

Darjeeling Car Rental : সান্দাকফু থেকে শিলিগুড়ি, পর্যটক ভর্তি গাড়ি নিয়ে পাকদণ্ডীতে সাবলীল প্রথম মহিলা চালক পুনম
দার্জিলিঙের হকারদের নিয়ে সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। দার্জিলিঙের চৌরাস্তা হকারমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, চৌরাস্তার হকারদের অস্থায়ীভাবে ভানুভবন চত্বরে স্থানান্তরিত করা হবে। পরবর্কীরালে তাঁদের স্থায়ীভাবে দ্বিতল ভবনে স্থানান্তরিত করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *