Duare Sarkar : বয়সের ভারে ন্যুব্জ, ১০ বছর প্রতীক্ষার পর বিডিও-র চেষ্টায় ‘বিধবা ভাতা’ পেয়ে খুশি বৃদ্ধা – duare sarkar campaign 70 years old widow got


Dakshin 24 Parganas : নিজের বয়স সত্তর পেরিয়েছে। স্বামী গত হয়েছেন বছর দশেক আগে। চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে। বয়সের ভারে নুইয়ে পড়েছে শরীরও। অস্থিসার চেহারা নিয়ে দাঁড়িয়ে ছিলেন লাইনে। মাসের শেষে যাতে কিছু অর্থের সংস্থান হয় সেই আশায়। শুনেছেন, সরকারি নিয়মে তিনি ‘বিধবা ভাতা’ পাওয়ার যোগ্য! অথচ, গত বছরেও মেলেনি সেই পরিষেবা। তাঁকে দেখে এগিয়ে এলেন বিডিও। ব্যবস্থা করলেন সরকারি প্রকল্পের সুবিধাভোগী করার।

Duare Sarkar : বিধবা ভাতা আবেদন করা যাবে দুয়ারে সরকার শিবিরেই, বড় সিদ্ধান্ত রাজ্যের
বৃহস্পতিবার বেলায় রায়দিঘি বিধানসভার অন্তর্গত একটি ‘দুয়ারে সরকার’ শিবির পরিদর্শনে গিয়েছেন মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও এম ডি নাজির হোসেন। শিবিরের কাজ কী রকম চলছে, সেটাই পর্যবেক্ষণ করার কথা ছিল তাঁর রুটিনে। শিবিরে গিয়ে নজরে আসেন ওই বৃদ্ধা। সকলের সঙ্গে তিনিও লাইনে দাঁড়িয়ে তাঁর ডাকা আসার অপেক্ষায়।

Duare Sarkar : দুয়ারে সরকারে আবেদন পূরণে এগিয়ে এলেন পুরপ্রধান, আপ্লুত গ্রামবাসীরা
জানা যায়, রায়দিঘি বিধানসভার খাঁড়ি গ্রামের বাসিন্দা ইনকুমারি দাস (৭২)। তাঁর স্বামীকে হারিয়েছেন গত ২০১১ সালে। এমনকী তাঁর কোনও সন্তান নেই। সহায়সম্বলহীন বৃদ্ধার কথা শোনেন তিনি। কথা বলে জানতে পারেন, গত ১০ বছর ধরে সরকারি কোনও ভাতা পাচ্ছেন না। অসহায়ভাবে দিন কাটছিলো তাঁর। এরপরেই দ্রুত উদ্যোগ করেন বিডিও।

Duare Sarkar 2023 : ঝাড়গ্রাম জেলায় ‘দুয়ারে সরকার’ শিবিরে ব্যাপক সাড়া, খুশি জেলাশাসক
বৃহস্পতিবার রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু’নম্বর ব্লকের খাঁড়ি অঞ্চলে চলছিল দুয়ারে সরকার শিবির। আর সেই দুয়ারে সরকার শিবিরে লাইনে দাঁড়ায় ওই বৃদ্ধা। তখনই শিবির পরিদর্শনে যান মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও এম ডি নাজির হোসেন। লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানতে পারেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা মহিলার কথা।

Duare Sarkar 2023 : মিলছে না প্রকল্পের সুবিধা! গলসিতে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ
এই খবর জানার পরেই তৎক্ষণাৎ ওই বৃদ্ধা মহিলার বিধবা ভাতার ব্যবস্থা করেন মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও এমডি নাজির হোসেন। ১০ বছর পর দুয়ারের সরকার ক্যাম্পাসে বিধবা ভাতা পেয়ে বেজায় খুশি অসহায় বৃদ্ধা মহিলা। বিডিও নাজির হোসেন বলেন, ” আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলে ওঁর বিধবা ভাতা পাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করে দিলাম। এতে উনি আরেকটু ভালো থাকতে পারবেন।”

Duare Sarkar 2023 : ষষ্ঠ দফার দুয়ারে সরকার, প্রথম দিন ভিড়ে ১ নম্বরে মুর্শিদাবাদ
প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে রাজ্য শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলার কথা এই শিবিরের। গ্রামে, গ্রামের সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা মানুষের কাছে তুলে ধরার জন্য এই শিবিরের আয়োজন করা হচ্ছে তিন মাস অন্তরই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *