Group D Candidates : সাঁকরাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে গ্রেফতার ১৩ চাকরিপ্রার্থী, রাতে মুক্তি – clashes with the police before the long march starts 13 group d candidates arrested


Howrah News : লং মার্চে যোগ দিতে এসে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশের হাতে গ্রেফতার হল তেরো জন গ্রুপ ডি চাকরিপ্রার্থী। মঙ্গলবার বাগনানে গ্রুপ ডি কর্মীদের লং মার্চের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ, বুধবার মিছিল করার সুযোগই দেওয়া হয়নি পুলিশের তরফে। তার আগেই গ্রেফতার করে নেওয়া হয়। ১৪৪ ধারা থাকার কারণেই মিছিল করতে দেওয়া হয়নি বলে দাবি পুলিশের। রাতে পার্সোনাল রিলিজ বন্ডে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

Group D Agitation : তমলুকের পর বাগনান, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের লংমার্চ ঘিরে উত্তেজনা
মঙ্গলবার হাওড়ার বাগনান থেকে আমতা পর্যন্ত মিছিল চলাকালীন বিভিন্ন জায়গায় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বাধা টপকে মিছিল সামনের দিকে এগোনোর চেষ্টা করলে চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এই ঘটনার পর গতরাতে বিক্ষোভকারীরা ধূলাগড়ের এক আশ্রমে রাত কাটান। আজ সকালে সেখান থেকে মিছিল শুরু হবার আগেই পৌঁছে যায় সাঁকরাইল থানার পুলিশ। সেই আশ্রমের বাইরে থেকে তেরো জনকে আটক করে নিয়ে আসে থানায়।

Ram Navami 2023 : রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার! ভাঙচুর-অগ্নিসংযোগ, চলছে পুলিশের টহলদারি
পরে বারো ঘণ্টা তাঁদের থানায় রাখার পর রাত আটটা নাগাদ তেরো জনকে পার্সোনাল রিলিজ বন্ডে ছেড়ে দেয় পুলিশ। রিঙ্কু রায় নামে এক চাকরি প্রার্থীর অভিযোগ, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তাঁদেরকে মিছিল করতে বাধা দেয় এবং গ্রেফতার করে। তাঁরা বারবার আটকে রাখার কারণ জানবার চেষ্টা করলেও তাঁদের কোনও কারণ জানানো হয়নি।

SSC Recruitment Scam: বিধায়ক তাপস সাহাকে কেন জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারি নয়, রাজ্যের কাছে হলফনামা চাইল হাইকোর্ট
এদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই মিছিল ১৪৪ ধারা এলাকা দিয়ে নিয়ে যাবার জন্য প্রস্তুতি নেওয়ার কারণে তাদের গ্রেফতার করা হয়। রাতে দূর দূর জেলা থেকে আশা কর্মপ্রার্থীরা কী ভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকেও কোনও সাহায্য করা হয়নি বলেও অভিযোগ।

CPIM West Bengal : ‘মানুষ পেটের ভাত চায়, কাজ চায়…’, সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে ভাঙড়ে‌ মিছিল CPIM-এর
গত তিনদিন ধরে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী হাজরা জন্মস্থান থেকে কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তি পর্যন্ত লং মার্চের ডাক দেন। আজ শেষ দিনে কলকাতায় মাতঙ্গিনী হাজরার মূর্তির কাছে এই লং মার্চ শেষ হবার কথা ছিল। এই লং মার্চে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার গ্রুপ ডি চাকরি প্রার্থীরা সামিল হন।

Rishra Clash : খুলছে দোকানপাট-বসছে বাজার, স্বাভাবিক ছন্দে ফিরছে ‘অশান্ত’ রিষড়া
গতকাল ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এর আগে রাজ্য গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীরা শহিদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ২১৯ দিন ধরে ধরনা চালিয়েছেন। হাইকোর্টের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরই দীর্ঘ পদযাত্রা বা লং মার্চ করেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *