Hanuman Jayanti 2023 : ছিল প্রশাসনের কড়া নজরদারি, রাজ্যে শান্তিপূর্ণভাবে পালন হল হনুমান জয়ন্তী – hanuman jayanti celebration ended peacefully at state with full security


West Bengal News : রাজ্যে বেশ কয়েক জায়গায় রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সেই ঘটনার গুরুত্ব বুঝেই কড়া পদক্ষেপ নিয়েছে নবান্ন। আর আজ বৃহস্পতিবার ছিল হনুমান জয়ন্তী। রামনবমীর মতো আর যাতে কোথাও কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে সেই বিষয়ে আগে থেকেই ব্যবস্থা নিয়ে ফেলেছিলেন মহামান্য আদালত।

Hanuman Jayanti 2023 : অশান্তি রুখতে কড়া রাজ্য, হনুমান জয়ন্তীতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
আর সব আশঙ্কা দূর করে সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই রাজ্যে শেষ হল হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছিল তিন কোম্পানি আধা সামরিক বাহিনী। তার মধ্যে এক কোম্পানি বাহিনী মোতায়েন করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে।

বৃহস্পতিবার বিকেলে সাধারণ মানুষের মধ্যে মনোবল ফেরাতে জগদ্দল থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি স্পর্শকাতর জায়গা রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জগদ্দল থানার পাশ দিয়ে গিয়ে মতিভবন স্কুল, মোমিন পাড়া, রুস্তম গুমটি হয়ে মেঘনা মোড়ে গিয়ে এলাকা পরিদর্শন শেষ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Locket Chatterjee : লকেটকে পুলিশের বাধা, হনুমান জয়ন্তীর পুজো দিতে যাওয়ার পথে BJP সাংসদকে আটকাল পুলিশ
এলাকায় রুটমার্চ দেখে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তারা জানান, কেন্দ্রীয় বাহিনী এলাকা জুড়ে রুটমার্চ করছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে। এর পাশাপাশি এদিন উত্তর শহরতলির বরানগরেও হনুমান জয়ন্তি উপলক্ষ্যে মিছিল বের হয়। বরানগরের গোপাল লাল ঠাকুর রোড থেকে শুরু হয় হনুমান জয়ন্তীর মিছিল।

এই মিছিল ডানলপের হনুমান মন্দিরে গিয়ে শেষ হয়। বরানগর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল এই মিছিলে। সর্বোপরি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ প্রিয়ব্রত বক্সী নিজে উপস্থিত ছিলেন এই মিছিলে। যাতে কোনোরকম কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজর ছিল তাঁদের।

হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল ব্যারাকপুরে এবং তাদেরই একটি দল আজ বৃহস্পতিবার সকালবেলা বরানগরে রুট মার্চ করলেও এই মিছিলে কেন্দ্রীয় বাহিনিকে দেখা যায়নি। এদিকে হুগলি জেলার বাঁশবেড়িয়া কলবাজার হনুমান মন্দির থেকে হনুমান জয়ন্তীর বিশাল শোভাযাত্রা বের হয়।

Locket Chatterjee : কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক পঞ্চায়েত ভোট: লকেট
ইসলাম পাড়া, রেল গেট, কদমতলা, শীবপুর রাজাঘাট, মিলফাঁড়ি, জুটমিল গেট, ঝুলুনিয়া মোড় হয়ে সাহেব বাগান ছুঁয়ে হনুমান মন্দিরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। প্রায় আড়াই কিমি রাস্তায় হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। DJ বক্সের তালে তরবারি, রামদার মতন অস্ত্র নিয়ে চলে শোভাযাত্রা।

তবে শোভাযাত্রা শুরু হতেই ভক্তদের অস্ত্র নিয়ে হাঁটতে নিষেধ করে পুলিশ। অশান্তি ঠেকাতে পুলিশ, র‍্যাফ, কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *