Kolkata News : শাড়ির বদলে সালোয়ার পরায় ‘অফ ডিউটি’! কলকাতার স্কুলে পোশাক ফতোয়া নিয়ে তোলপাড় – kolkata school teacher allegedly stopped for taking class as she wears salwar instead of saree


সালওয়ার কামিজ পরে স্কুলে আসায় ক্লাস নিতে বাধা দেওয়ার অভিযোগ। দক্ষিণ কলকাতার বিদ্যাভারতী হাইস্কুলের এই ফতোয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। শাড়ি পরে স্কুলে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওই স্কুলের গানের শিক্ষিকা সোমা ভাদুড়ি। ফলে বিপদ এড়াতে সালোয়ার পরে ক্লাস নেওয়ার জন্য চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন বছর পঞ্চাশের এই দিদিমণি। কিন্তু, তা মানতে নারাজ প্রধান শিক্ষিকা এবং স্কুলের ম্যানেজিং কিমিটি। শাড়ি ছাড়া ক্লাস নিতে দেওয়া যাবে না। এদিকে, শিক্ষিকাও তাঁর সিদ্ধান্তে অনড়। আর এর জেরে প্রায় একমাস ধরে স্কুলে গেলেও কোনও ক্লাস নিতে পারছেন না সোমা ভাদুড়ি।


Kalakshetra Dance Teacher : নাচের অ্যাকাডেমিতে যৌন হেনস্থার অভিযোগ, অবশেষে গ্রেফতার শিক্ষক
কী অভিযোগ শিক্ষিকার?

বিদ্যাভারতী স্কুলের গানের শিক্ষিকা সোমা ভাদুড়ি গত ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়েন। বাস থেকে নামতে গিয়ে তাঁর শাড়িতে জড়িয়ে পড়ে যান তিনি। এই সময় ডিজিটালকে বলেন, “এই বয়সে এমন দুর্ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই আমি একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। তাই স্কুলে লিখিত আবেদন জানাই, যাতে আমায় পরেরদিন থেকে সালোয়ার কামিজ পরে আসতে দেওয়া হয়। প্রধান শিক্ষিকা আমায় তাতে অনুমতি দেননি। আমি সালোয়ার কামিজ পরে আসায় আমায় দিনের পর দিন বসিয়ে রাখা হচ্ছে। ক্লাস নিতে দেওয়া হচ্ছে না।” তিনি বলেন, “আমি চিঠিতে লিখেছিলাম বিকল্প পোশাক পরে যাতে আমায় ক্লাস করার অনুমতি দেওয়া হয়। ম্য়ানেজিং কমিটির তরফে আমায় কোনও উত্তর দেওয়া হয়নি। লাইব্রেরির ক্লাস নিতে বলা হচ্ছে, কখনও বসিয়ে রাখা হচ্ছে। গত ৬ মার্চ থেকে আমি স্কুলে যাচ্ছি, রেজিস্টারে সই করছি কিন্তু ক্লাস না নিয়েই বাড়ি চলে আসতে হচ্ছে। ক্লাসে যাওয়ার চেষ্টাও করেছি তবে আমায় আটকে দেওয়া হয়।”

নিউ আলিপুরের এই গার্লস স্কুলের গানের শিক্ষিকা আরও বলেন, “গত ১৮ বছর আমি এখানে কর্মরত। আমি রুটিনের স্ক্রিনশট করে দেখাতে পারি, আমার ক্লাস বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমায় মৌখিকভাবে জানানো হয়েছে শাড়ি পরে ক্লাস নেওয়া যাবে না। কোনও লিখিত দেওয়া হয়নি। আমি একজন শিক্ষিকা, ক্লাস না করাতে পারলে আমার কষ্ট হয়। আমি শাড়ি পরতেও খুব ভালোবাসি। তবে এটাও ঠিক, এখন সুবিধার জন্য আমি সালোয়ার কামিজই পরছি।”

Medinipore News : অকারণে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর! সবংয়ের স্কুলে ধুন্ধুমার
কী বক্তব্য স্কুলের অন্য শিক্ষিকার?

বিদ্যাভারতী স্কুলের নৃত্য শিক্ষিকা মালবিকা সেন বলেন, “আমায় ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞাসা করেন তবে বলব আমি শাড়িতেই স্বচ্ছন্দ্যবোধ করি। আর আমাদের স্কুলের এটা ঐতিহ্য। বরাবরই সমস্ত শিক্ষিকাকে শাড়িই পরে ক্লাস নিয়ে এসেছেন। এখন হঠাৎ করে এই নিয়ম বদল হবে কি না, তা ভাবনার বিষয়। সোমা একটি সমস্যায় পড়েছে তাই এই আবেদন জানিয়েছে। এবার স্কুলের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নেবে কী করা হবে।” এই শিক্ষিকা আরও বলেন, “ম্যানেজিং কমিটি ওকে পরামর্শ দিয়েছিল, সালোয়ার পরে স্কুলে এলেও তা বদল করে শাড়ি পরে ক্লাস নিতে। কিন্তু, সোমা ওঁর সিদ্ধান্তেই অনড়। ও ওঁর মতো করে লড়াই করছে। এখন দেখা যাক ম্যানেজিং কমিটি কী সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত বদল হলে হয়ত অনেকেরই সুবিধা হবে। এটাও সত্যি।”

Baharampur News: সরকারি হোম থেকে আবাসিক নিখোঁজের ঘটনায় হস্তক্ষেপ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

কী প্রতিক্রিয়া বিশিষ্টদের?

সমাজবিদ বোলান গঙ্গোপাধ্যায় বলেন, “একদম ফ্যাসিবাদী মনোভাব থেকে এইরকম করা হচ্ছে। ভারতের প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক পরার। ভারতের ঐতিহ্য শাড়ি, এমন কথা আমার জানা নেই। সালোয়ার কামিজ কোনও অশালীন পোশাক নয়। যৌন আবেদন মূলক নয়, বরং আপাদ মস্তক সেলাই করা পোশাক। শাড়ি অনেকভাবে পরা যায় তা সেক্স অ্যাপিলিং হয়।”

Murshidabad News : ‘লাখ লাখ টাকা চুরি করেছেন’, দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূল বিধায়ককে চোর বললেন বৃদ্ধ
একইভাবে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় বলেন, “আয়ারল্যান্ড একটি ক্যাথলিক দেশ বলে গর্ভপাত নিষিদ্ধ। একজন ভারতীয় অন্তঃসত্ত্বার সেখানে কিছু সমস্যা দেখা দেয়। চিকিৎসক জানিয়েছিলেন গর্ভপাত না করলে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু, ওই দেশের গোঁড়ামির জন্য শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। এই ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। ঐতিহ্যের দোহাই দেওয়া হচ্ছে। সালোয়ার কামিজ অশ্লীল পোশাক নয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *