Kurmi Protest: কুড়মি আন্দোলনের জেরে দক্ষিণ পূর্ব রেলের ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল, দেখে নিন তালিকা – south eastern rail cancels lots of train due to kurmi andolon


কুড়মি জাতিকে তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে রেল রোকো আন্দোলনে নেমেছে আদিবাসী কুড়মি সমাজ।পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে চলছে অবরোধ।বেশ কিছু দাবি-দাওয়া কে সামনে রেখেই তাদের এই আন্দোলন। বারংবার রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হলেও তাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে না বলে ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। বিক্ষোভের জেরে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ৮৫টি দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

কুড়মি আন্দোলনের জেরে অবরুদ্ধ রেল লাইন থেকে সড়ক। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের একাধিক স্টেশনে স্টেশনে আটকে ট্রেন চলছে বিক্ষোভ-আন্দোলন। বিক্ষোভের জেরে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল ৬ এপ্রিল।

Kurmi Protest: ফের রেল রোকো কুড়মিদের, ক্ষোভে ফুঁসছে সমাজ! কী কী দাবিতে বার বার পথে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা? জানুন

দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আজ জানানো হয়েছে কস্তুর স্টেশনে বিক্ষোভ জেরে আজ বৃস্পতিবার ৬ এপ্রিল মোট ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তালিকায় রয়েছে হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার থেকে বিভিন্ন জায়গায় যাত্রা করার দূরপাল্লার ট্রেন। অফ এন্ড ডাউন ট্রেনের তালিকায় রয়েছেন ১২১৩০ হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, ১৮০০৫ হাওড়া জগদ্দলপুর এক্সপ্রেস, ১২৮৩৪ হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস, ১২২২২ হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস, টাটা নগর হাওড়া এক্সপ্রেস, হাওড়া বড় বিল জন শতাব্দী এক্সপ্রেস, হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস, হাওড়া রাঁচি এক্সপ্রেস, হাওড়া মুম্বই সিএসটিএম গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া সাই নগর সিডিডি এক্সপ্রেস, শালিমার এলটিটি এক্সপ্রেস, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া মুম্বই সিএসটিএম এক্সপ্রেস, হাওড়া হাটিয়া এক্সপ্রেস, সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন রয়েছে।

Kurmi Protest: ফুচকা থেকে তেলেভাজা-শরবতের দোকান, কুড়মি আন্দোলন ঘিরে মেলা বসেছে স্টেশনে!

আপ ও ডাউন মিলিয়ে ৬ এপ্রিল ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু ট্রেন যাত্রা পথ কমিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই বিক্ষোভ জেনে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখিত রয়েছেন রেল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *