Locket Chatterjee : কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক পঞ্চায়েত ভোট: লকেট – locket chatterjee demanded panchayat polls should be done by central forces


Panchayat Election : একটি নির্দিষ্ট ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য যেরকম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, সেরকম আগামী পঞ্চায়েত নির্বাচনেও আদালত কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করুক। আর্জি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। বৃহস্পতিবার হনুমান জয়ন্তীতে শোভাযাত্রার নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লকেট বলেন, “এতে অনেকটা মনোবল বাড়ল।” শোভাযাত্রাকে কেন্দ্র করে এরকম হলে, নির্বাচনে পরিস্থিতি আরও জোরালো হতে পারে বলেই আধাসেনা দিয়ে ভোট করানোর সমর্থনে সওয়াল লকেটের।

Locket Chatterjee : ‘তোষণের রাজনীতি চলছে’, রিষড়াকাণ্ডে সিপি অফিসে ডেপুটেশনের পর অভিযোগ লকেটের
বৃহস্পতিবার হুগলিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “আমরা বলেছিলাম পুলিশ প্রশাসন ব্যর্থ হয়ে গিয়েছে। আধা সামরিক বাহিনী মোতায়ন করা হোক। কোর্ট পুরো দিক বিবেচনা করে করেছে। কোর্টকে ধন্যবাদ জানাই এবং মনোবল বাড়ল। কোর্ট নিরপেক্ষভাবে বাংলার প্রতি নজর রেখেছে।” এরপরেই পঞ্চায়েত নির্বাচনেও আধা সেনা দেওয়ার ব্যাপারে দাবি তোলেন লকেট

Hanuman Jayanti 2023 : অশান্তি রুখতে কড়া রাজ্য, হনুমান জয়ন্তীতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
তাঁর কথায়, “পঞ্চায়েত নির্বাচনেও আমরা চাইব আধা সেনা থাকুক। একটা মিছিলে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে পঞ্চায়েত নির্বাচনে জানি না কী হবে? তাই আমরা আবার কোর্টের কাছে আবেদন জানাব কেন্দ্রীয় বাহিনী যেন পঞ্চায়েতেও দেয়।”

Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে অশান্তি রুখতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী, রাজ্যকে নির্দেশ আদালতের
গত রবিবার রাতে রামনবমীর মিছিল কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হুগলির রিষড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। পুলিশের একটি ভ্যান জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার বিকেলে রিষড়ায় আসেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে ট্রেন থেকে নামার পরেই তাঁকে আটকে দেওয়া হয়।

Ramnabami Rishra Clashes: শিবপুরের পর এবার রিষড়া, রামনবমীর মিছিলে ঘিরে তুমুল অশান্তি- জ্বলল আগুন
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংসদ বলেন, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হোক। এরপরে বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, হনুমান জয়ন্তীর দিন প্রয়োজন পড়লে কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিতে পারে রাজ্য। সেই মতো আজ হুগলির বাঁশবেরিয়ায় হনুমান জয়ন্তী উপলক্ষে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে।

Hanuman Jayanti 2023 : ​​রামনবমীর ঘটনা থেকে শিক্ষা, হনুমান জয়ন্তীতে কড়া নিরাপত্তা রিষড়ায়
ইতিমধ্যে মগরা থানা থেকে বেরিয়ে বাঁশবেড়িয়া কল বাজারের উদ্দেশ্যে আধা সামরিক বাহিনী, কল বাজারে হনুমান জয়ন্তী শোভাযাত্রায় রাজ্য পুলিশের সঙ্গে নিরাপত্তা দেয় বাহিনী। হাওড়া ও রিষড়ার ঘটনার পর সতর্ক রয়েছে প্রশাসনও।

Rishra News : উত্তেজনাপ্রবণ এলাকায় ঢুকতে পুলিশি বাধা, রিষড়া স্টেশনে বসেই বিক্ষোভ লকেটের
অন্যদিকে, পোলবার রাজহাটে বিজেপির সাংগঠনিক বাইক মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। সেই প্রসঙ্গে লকেট বলেন, “পুলিশের কাজ এটা। তাঁরা কোনওভাবে ভারতীয় জনতা পার্টিকে বাড়তে দেবে না। ২০১৯ এ এভাবেই ভারতীয় জনতা পার্টি ১৮ টা সাংসদ নিয়ে এসেছিল। যত পুলিশ আটকাবে তত মানুষের ক্ষোভ আরও বাড়বে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *