Locket Chatterjee : লকেটকে পুলিশের বাধা, হনুমান জয়ন্তীর পুজো দিতে যাওয়ার পথে BJP সাংসদকে আটকাল পুলিশ – police stopping bjp mp locket chatterjee at hooghly before joining hanuman jayanti celebration


Hanuman Jayanti 2023 : দু’দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। হুগলি জেলাতে পুলিশের বাধার মুখে পড়লেন হুগলি লোকসভা কেন্দ্রের BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হুগলির বোড়পাড়া মোড়ে আটকানো হল লকেটকে। এদিন হনুমান জয়ন্তীর পুজো দিতে যাওয়ার পথে রাস্তায় আটকানো হয় হুগলির সাংসদকে।

এই বিষয়ে পুলিশের দাবি, সাংসদ হনুমান জয়ন্তীর একটি মিছিলে যোগ দিতে যাচ্ছেন। আর সেই মিছিলে তিনি যোগ দিলে পরিস্থিতি অশান্ত হতে পারে, এলাকায় উত্তেজনা দেখা দিতে পারে। তাই ওই মিছিলে সাংসদকে যোগ দিতে যেতে নিষেধ করা হয়। আর মাঝ রাস্তাতেই তাঁকে আটকে দেওয়া হয়।

Rishra News : উত্তেজনাপ্রবণ এলাকায় ঢুকতে পুলিশি বাধা, রিষড়া স্টেশনে বসেই বিক্ষোভ লকেটের
যদিও পুলিশের এই দাবিকে নস্যাৎ করেছেন সাংসদ। তিনি এদিন দাবি করে বলেন, “আমি একটি শিবমন্দিরে পুজো দিতে যাচ্ছি। পরিস্থিতি এমন যে রাজ্য প্রশাসন আর পুলিশ এবার পুজো দিতে যেতেও বাধা দিচ্ছে। সবার দেখা উচিৎ কিভাবে এখানে রাস্তার মাঝে বাধার সৃষ্টি করা হচ্ছে।”

এই বলে তিনি গাড়িতেই বসে থাকেন। পুলিশি বাধার মুখে পরে গাড়ি থেকে নেমে বোড়পাড়া মোড়েই অবস্থান বিক্ষোভে বসেন সাংসদ। উল্লেখ্য, আজ হুগলি জেলার বাঁশবেড়িয়াতে হনুমান জয়ন্তী উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা রয়েছে। সেখানে রাখা হয়েছে কড়া নজরদারি ব্যবস্থা।

মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে টহল দিচ্ছেন ৪০০ পুলিশ কর্মী। কোনোরকম বিশৃঙ্খলা যাতে না হয়, সেই জন্য চূড়ান্ত সতর্ক রয়েছে প্রশাসন। মিছিল শুরু হওয়ার পর দেখা যায় মিছিলে যোগদানকারী কিছু মানুষের কাছে অস্ত্র রয়েছে।

Locket Chatterjee : ‘তোষণের রাজনীতি চলছে’, রিষড়াকাণ্ডে সিপি অফিসে ডেপুটেশনের পর অভিযোগ লকেটের
পুলিশ উদ্যোগ নিয়ে সেই সমস্ত অস্ত্র বাজেয়াপ্ত করে নেয়, এমনটাই জানা গিয়েছে বিশ্বস্ত সূত্রে। আর যে জায়গা থেকে এই মিছিল শুরু হয়, সেখান থেকে প্রায় হাফ কিলোমিটার দুরেই বোড়পাড়া মোড়ে আটকে দেওয়া হয় সাংসদকে। এই নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক বেঁধে যায় সাংসদের

লকেট দাবি করেন, “আমি এই এলাকার সাংসদ। আমি যেখানে যাচ্ছি সেটা আমার সংসদীয় ক্ষেত্রের মধ্যেই পড়ে। তাই পুলিশ আমাকে ওই জায়গায় যাওয়া থেকে আটকাতে পারে না।” এই বলে সাংসদ দীর্ঘক্ষণ বোড়পাড়া মোড়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষে বিক্ষোভ শুরু করেন।

এই বিষয়ে পুলিশের বক্তব্য, সাংসদ ওই এলাকায় ‘বহিরাগত’। তাই তাঁকে এই মুহূর্তে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া যাবে না এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। উল্লেখ্য, গত ৪ এপ্রিল রিষড়াতে রামনবমীকে কেন্দ্র করে যে হিংসা হয়, সেই ঘটনায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে ওই এলাকায় যান লকেট।

Locket Chatterjee : কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক পঞ্চায়েত ভোট: লকেট
সেখানেও তাঁকে পুলিশের বাধার মুখে পড়তে হয়। রিষড়া স্টেশনের প্ল্যাটফর্মেই তাঁকে ঘিরে ধরেন পুলিশকর্মীরা। এর পর পুলিশকর্মীদের সঙ্গে লকেটের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *