Madan Mitra Madhumita Sarcar : ‘আমি রামকৃষ্ণের মতো, দুধটুকু নিই…’, মধুমিতা বিতর্কে জবাব মদনের – madan mitra gives reply to all the criticism he is getting for sharing picture with actress madhumita sarcar


টলিসুন্দরী মধুমিতা সরকারের সঙ্গে বিএমডব্লিউতে চড়তে দেখা গিয়েছিল মদন মিত্রকে। অভিনেত্রীর সঙ্গে হাত ধরে একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বঙ্গ রাজনীতির ‘কালারফুল বয়’।

এই ছবি পোস্ট করার পরেই নেটপাড়ায় রীতিমতো আলোড়ন পড়ে যায়। একদিকে যেমন মদন এবং মধুমিতার ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, তেমনই সমালোচনায় সরব হয়েছিলেন নেটপাড়ার একাংশ। মদন মিত্রকে ট্রোল বাহিনীর মুখে পড়তে হয়েছিল সরাসরি।

স্টারডামের নিরিখে এক নম্বর হওয়ার দিকে এগোচ্ছে ও। খুবই বোল্ড।

মদন মিত্র

Madan Mitra On Sweta Chakraborty : ‘পাশ থেকে বললেন…’, পুরসভায় শ্বেতার সঙ্গে হঠাৎ দেখা নিয়ে মুখ খুললেন মদন
টলিপাড়ার সঙ্গে মদন মিত্রের সুসম্পর্ক নতুন নয়। হামেশাই তাঁকে টলিউড তারকাদের সঙ্গে ‘স্পট’ করে পাপারাৎজি। কিন্তু, মদন-মধুমিতাকে একফ্রেমে দেখে তেড়ে এসেছিলেন নেটপাড়ার বাসিন্দাদের একাংশ। যদিও মদন মিত্র এই সব নিন্দা-মন্দ একেবারেই গায়ে স্পর্শ করাতে নারাজ। তিনি আলতো টোকা দিয়ে ঝেড়ে ফেলেছেন এই সমস্ত ট্রোল। শুধু ভালো স্মৃতি নিয়েই এগোতে চাইছেন মদন।

তাঁর কথায়, “আমি রামকৃষ্ণের মতো, দুধটুকু নিই জলটুকু ফেলে দিই। আমি প্রশংসা সাদরে গ্রহণ করি। কিন্তু, নোংরামি বর্জন করি।”

Auto Phone Number : এক ফোনে হাজির তিন চাকার যান, মদনের উদ্যোগে এবার ‘দুয়ারে অটো’ পরিষেবা
পাশাপাশি অভিনেত্রী মধুমিতার গালভরা প্রশংসা শোনা যায় মদনের কণ্ঠে। তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়ে ‘কালারফুল বয়’ বলেন, “ও অভিনেত্রী হিসেবে অসাধারণ। স্টারডামের নিরিখে এক নম্বর হওয়ার দিকে এগোচ্ছে ও। খুবই বোল্ড। এবার ধীরে ধীরে জাতীয় স্তরের দিকে পা বাড়াচ্ছে। গতকাল মধুমিতা হায়দরাবাদ গিয়েছে। ওকে আগাম শুভেচ্ছা জানাই।”

পাশাপাশি মধুমিতার সঙ্গে বিএমডব্লিউ-এ সওয়ার হওয়া প্রসঙ্গেও মুখ খুলেছেন মদন। তিনি বলেন, “আমি বিশ্বাস করতে পারিনি ও বিএমডব্লিউ চালাতে পারে! তারপর দেখলাম দিব্বি গাড়িটা চালাল!”

Madan Mitra On SSC Scam: ‘CPIM চাকরি দিতে পারে আর তৃণমূল দিলেই দোষ?’ মদনের মন্তব্যে তীব্র বিতর্ক
তাঁর সংযোজন, “ও এমনভাবেই গাড়িটা চালাচ্ছিল যে আলাদা করে ভয়-ভরসা এই সমস্ত কথা মনে আসেনি। বরং অন্যান্য নানা বিষয়ে ব্যস্ত হয়ে পড়ি। চালক হিসেবে ওঁর উপর পূর্ণ বিশ্বাস ছিল। একটা মেয়ে সাফল্যের জন্য কতটা প্রশংসা করতে পারে তা ওকে দেখে শেখা সম্ভব। অনেক লড়াই করে আজ ও সফল অভিনেত্রী।”

Madan Mitra : ‘যেখানেই যাই, কেস খেয়ে যাই’, দলনেত্রীর কড়া নির্দেশে স্পিকটি নট মদন মিত্র
মধুমিতার হাত ধরার জন্যও নেটিজেনদের রোষানলে পড়তে হয়েছে মদন মিত্রকে। যদিও তাঁর কোনও পরোয়াই করলেন না এই রাজনীতিবিদ। তিনি বলেন, “হাত ধরা তো অন্যায় নয়। আমার ইনস্টাগ্রাম ফলোয়ারদের মধ্যে ৭৮ শতাংশ মহিলা। তার মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের সংখ্যা ৭২ শতাংশ। তাই আমি চিন্তিত নয়। আই লাইক ইট।”

পাশাপাশি মদন মিত্রের বার্তা, “মধুমিতার মতো রাজ্যের সমস্ত মেয়েরা সফল হোক এই কামনা করি। রাজ্যের সব মেয়ে বিএমডব্লিউ চালাক। আমরা যা পারিনি ওরা যেন তা করে দেখায়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *