আজ মধ্যরাতের আকাশে দেখা মিলবে পিঙ্ক মুনের।যারা জ্যোৎস্না রাত পছন্দ করেন, তাদের জন্য আজ একেবারে আদর্শ দিন। একে পূর্ণিমা, তায় মেঘ মুক্ত আকাশ। তাই আজ মধ্যরাতের কিছু পরেই রাতের আকাশে উদয় ঘটবে ‘পিঙ্ক মুন’-এর। ইংরেজিতে পিঙ্ক শব্দের অর্থ গোলাপি হলেও, আজ চাঁদের রং গোলাপি নয়, কিছুটা কমলা রং ঘেঁষা। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের বিশ্বাস, সংস্কৃতি। বৃহস্পতিবার রাত ১২টা বেজে ৩৪ মিনিটে চাঁদকে পূর্ণরূপে অর্থাৎ পিঙ্ক মুন হিসেবে দেখা যাবে ।
Updated By: Apr 6, 2023, 09:18 AM IST