TMC Wins : মনোনয়ন তুলেও জমা দেয়নি CPIM, দাসপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় দখল ঘাসফুলের – daspur co operative election tmc wins


Co Operative Election : সমবায় সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র তুলেও জমা দেয়নি বামেরা। বিজেপি মনোনয়ন পত্র তোলেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিম মেদিনীপুর জেলার সেকেন্দারি সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি জিতে নিল শাসক দল। মনোনয়ন জমা দেওয়ার মতো পরিবেশ রাখা হয়নি বলে অভিযোগ স্থানীয় সিপিআইএম নেতৃত্বের। অন্যদিকে, জয়ের আনন্দে এলাকায় বিজয় মিছিল ও আবির খেলায় মাতল তৃণমূল নেতা-কর্মীরা।

TMC Wins Co Operative Election : শুভেন্দুর গড়ে সমবায় নির্বাচনে ফের জয় ঘাসফুলের, উড়ে গেল বিরোধীরা
সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে রাজ্যের বেশ কিছু জায়গায় কোথাও রাম-বাম জোটের জয় তো আবার কোথাও একক ভাবে বামেদের সমবায় সমিতি দখল করতে দেখা গিয়েছে। পূর্ব মেদিনীপুরে একাধিক সমবায় সমিতিতে লড়াই করে জয়ী হয়েছে শাসকদলও। এবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে দেখা গেল ভিন্ন ছবি। একদা সিপিএমের গড় হিসাবে পরিচিত জেলার দাসপুরের বিস্তীর্ণ অঞ্চলে মনোনয়ন জমা দিল না সিপিআইএম।

CPIM Wins Co Operative Election : হুগলি সমবায় সমিতির নির্বাচনে বড়সড় জয় বামেদের, খাতা খুলতে পারল না TMC-BJP
দাসপুর-১ ব্লকের সেকেন্দারি এলাকায় থাকা সেকেন্দারি সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। এই সমবায় সমিতিতে রয়েছে মোট ৫০ টি আসন। শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সবকটি আসনেই মনোনয়ন জমা দেওয়া হলেও সিপিএম ১৫ টি আসেন মনোনয়ন পত্র তুলেও তা জমা করেনি এবং বিজেপির তরফে কোনও মনোনয়ন তোলাই হয়নি বলে জানা গিয়েছে।

CPIM TMC Clash : দলীয় পতাকা লাগানো নিয়ে CPIM-TMC সংঘর্ষ, পিংলায় আহত দুই পক্ষের ৭
যে কারণে সেকেন্দারি সেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। সমবায় সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তোলার তারিখ ছিল ২৭ ও ২৮ শে মার্চ এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ছিল ২৯ ও ৩০ শে মার্চ। মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ছিল ২ রা এপ্রিল। এক্ষেত্রে তৃণমূলের তরফে ৫০ টি আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়, সিপিএম ১৫ টি আসনে মনোনয়ন পত্র তুললেও তা জমা দেয়নি। ফলে ৫০ টি আসনেই তৃণমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বলে জানান সমবায় সমিতির ম্যানেজার গৌতম কুমার ঘোষ।

CPIM West Bengal : ‘মানুষ পেটের ভাত চায়, কাজ চায়…’, সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে ভাঙড়ে‌ মিছিল CPIM-এর
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভের ফলে উচ্ছ্বসিত তৃণমূল নেতা কর্মীরা। আজ অর্থাৎ বৃহস্পতিবার এলাকায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল হয়। আবীর খেলায় মাতে তৃণমূল নেতা-কর্মীরা। যদিও এ বিষয়ে দাসপুরের সিপিএম নেতা সুনীল অধিকারী বলেন, “ওই এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ছিল না। তৃণমূলেরই কব্জায় ছিল এলাকা। সেই জায়গায় আমরা স্বাভাবিক পরিস্থিতির দিকে আনার চেষ্টা করছি, আগামী দিনে ভালো ফল হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *