উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে। মালদা ও দুই দিনাজপুরে মূলত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী তিনদিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রাতে বাড়তে পারে উত্তরবঙ্গজুড়েই।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আগামী তিনদিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। জলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলা সহ অনেক জেলাতেই শুষ্ক গরম অনুভূত হবে। তবে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া (Kolkata Weather)
বৃহস্পতিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার। শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও বাড়বে চলতি সপ্তাহে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে শহরে। গলদঘর্ম অবস্থা হবে শহরবাসীর। ১৫ এপ্রিল পর্যন্ত পারদ ক্রমশই চড়বে। ফলে পয়লা বৈশাখের দিন কলকাতায় জ্বালাপোড়া গরম থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৬ থেকে ৮৪ শতাংশের মধ্যে।
কেমন থাকবে ভিন রাজ্যের আবহাওয়া?
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে থেকে তামিলনাড়ু পর্যন্ত। এটি ওডিশা এবং অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গিয়েছে। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপূর্ব, বাংলাদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায়। ওডিশাতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক, তামিলনাড়ু এবং কেরালা সংলগ্ন এলাকায়ও আবহাওয়া এমনই থাকবে। পশ্চিম ভারতের রাজ্য এবং মধ্য ভারতের রাজ্য বিশেষ করে ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্রে আগামী পাঁচদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে।
অন্যদিকে, সিকিমে বড়সড় তুষারধসের জেরে ছয়জন পর্যটকের মৃত্যু হয়েছে। আটকে শতাধিক পর্যটক।