Bratya Basu : ফের নবান্ন-রাজভবন সংঘাত? উপাচার্য ইস্যুতে রাজ্যপাল বোসকে কড়া বার্তা শিক্ষামন্ত্রী বসুর – education minister bratya basu slams rajbhavan and governor cv anand bose


ফের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশে রাজভবনের তরফে জারি করা নির্দেশিকা নিয়ে রাজ্য সরকারের তরফে কড়া প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী। রাজভবনের নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে যেকোনও খরচ সংক্রান্ত বিষয়ে রাজ্যপালের আগাম অনুমতি নিতে হবে। এছাড়াও নির্দেশিকায় প্রত্যেক সপ্তাহের শেষ কাজের দিন ইমেল মারফত রাজভবনকে রিপোর্ট পাঠাতে হবে।

CV Ananda Bose : সাপ্তাহিক রিপোর্ট যাবে রাজভবন, কাজের ফিরিস্তি রিপোর্ট আকারে পাঠাতে নির্দেশ বোসের
রাজভবনের তরফে পাঠানো এই নির্দেশিকা প্রসঙ্গে কড়া মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন রাজ্য ও শিক্ষা দফতরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকী চিঠির কোনও আইনি বৈধতা নেই বলেই জানিয়েছেন ব্রাত্য। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এই চিঠির কোনও আইনি বৈধতা নেই। রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয় স্বশাসিত, কোনও অবাঞ্ছিত ঘটনা ছাড়া উচ্চশিক্ষা দফতরও তাঁদের কাজে হস্তক্ষেপ করে না। মাননীয় রাজ্যপালকে সম্মান রেখে বলব এই চিঠি যেন প্রত্যাহার করা হয়।”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য আরও বলেন, “এই ধরনের ব্যাপারে ও বিশ্ববিদ্যালয় ও তার স্বশাসনের গরিমা ক্ষুণ্ন হয়। রাজভবনের সঙ্গে কোনও দ্বৈরথ আমরা চাই না।” এদিন রাজ্যের প্রাক্তন রাজ্যপালদের প্রসঙ্গ টেনে এনেও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কার্যত কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী।

Suvendu Adhikari On CV Ananda Bose : রাজ্যপাল নিয়ে কড়া মনোভাব শুভেন্দুর
ব্রাত্যর মতে, “এই চিঠির কোনও আইনি বৈধতা নেই। সেই কারণে আমি আমার দফতরের প্রধান সচিবকে এই চিঠির বিষয়ে আইনি পরামর্শ নিতে বলেছি। আমাদের অন্ধকারে রেখে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। উপাচার্যদের থেকে আমরা বিষয়টা জানতে পেরেছি। গোপালকৃষ্ণ গান্ধী বা জগদীপ ধনখড়ের মতো রাজ্যপালদের আমরা দেখেছি। তাঁরা পরিষ্কার করে কথে বলতেন। তবে এরকম ভাসা ভাসা কথা বা বিবৃতি দিয়ে কোনও লাভ নেই। যা বলতে চান পরিষ্কার করে বলুন, নইলে কাজের মধ্যে দিয়ে প্রকাশ করুন।”

Bratya Basu: ক্লাস পিছু ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে বেতন বৈষম্য বিতর্কে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
এদিন শিক্ষামন্ত্রীর এই কড়া প্রতিক্রিয়ার পর ফের নতুন করে রাজভবন-নবান্ন সংঘাতের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন সিদ্ধান্ত হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে একমাত্র উচ্চ শিক্ষাদফতর মারফত রাজ্যপাল উপাচার্যদের সঙ্গে কথা বলতে পারবেন। তবে রাজভবনের তরফে উপাচার্যদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে উপাচার্যরা চাইলে ইমেল অথবা টেলিফোন মারফত রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। উপাচার্যদের নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও জোরাল হয় কিনা, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *