Cattle Smuggling Case : বেপাত্তা লতিফকে দিল্লিতে তলব ইডির – cattle smuggling case ed summoned latif in delhi


এই সময়: কয়লা মাফিয়া রাজেশ ঝাকে খুনের দিন তাঁর সঙ্গে একই গাড়িতে ছিলেন গোরু পাচার মামলায় আব্দুল লতিফ। তবে তারপর থেকে তিনি বেপাত্তা। এবার গোরু পাচার মামলায় লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, আগামী সপ্তাহে লতিফকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে।

Raju Jha News : লতিফ দর্শনে প্রশ্নে সিবিআই, শনিবারও ডিউটিতে, এফআইআরে দাবি চালকের
সেই মর্মে বুধবার তাঁকে ইমেল পাঠানো হয়েছে। এর আগে মার্চ মাসের শেষেও লতিফকে তলব করেছিল ইডি। তদন্তকারীদের কাছ থেকে জানা গিয়েছে, লতিফ অসুস্থতার কারণে বাড়ি থেকে বের হচ্ছেন না বলে তাঁদের কাছে বার্তা দেওয়া হয়েছিল। যদিও এরমধ্যেই গত শনিবার রাজেশ ঝা খুনের তদন্তে জানা যায়, ঘটনার সময়ে এই লতিফের ফরচুনার গাড়িতেই ছিলেন নিহত কয়লা মাফিয়া।

Raju Jha Durgapur : রাজেশ-লতিফ সম্পর্কের যোগসূত্র পাঁচ মোবাইলই
সেই গাড়িতে ছিলেন লতিফ নিজেও। কিন্তু আততায়ীদের গুলি থেকে তিনি কীভাবে বেঁচে গেলেন, তারপর কোথায় বেপাত্তা হলেন তিনি–তা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে। খুনের পর অকুস্থলের আশপাশের একটি ভিডিয়োতে লতিফকে মোবাইলে কথা বলতেও দেখা যায় (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই সময়’)।

Durgapur Shootout Raju Jha: রাজু ঝা খুনের সময় উপস্থিত ছিলেন ফেরার আব্দুল লতিফ! কয়লা মাফিয়া খুনে চাঞ্চল্যকর মোড়
তিনি যে গাড়িতে ছিলেন, তা শক্তিগড় থানায় দায়ের করা এফআইআরে জানিয়েছেন লতিফের গাড়ির চালক নুর হোসেন শেখ। এর আগে গোরু পাচার মামলায় সিবিআই চার্জশিটে লতিফকে পলাতক হিসাবে উল্লেখ করা হয়েছিল। নুর এও দাবি করেছেন, প্রতিদিনের মতো গত শনিবারও বীরভূমের ইলামবাজারের বাড়ি থেকে লতিফকে গাড়িতে তুলে আনতে গিয়েছিলেন তিনি। তারপরই প্রশ্ন ওঠে, নিজের বাড়িতে থাকলেও সিবিআই তাঁর খোঁজ পেল না কেন?

Durgapur Shootout Raju Jha: গোরুপাচারকাণ্ডে ফেরার আব্দুল লতিফের গাড়িতেই খুন রাজু! ‘কয়লা মাফিয়া’ খুনে জোরালো ‘বীরভূম কানেকশন’
তবে ইডির পাশাপাশি গোরু পাচার মামলায় তৎপরতা বাড়িয়েছে সিবিআইও। ইতিমধ্যে শুল্ক দপ্তরের সুপারিন্টেডেন্ট, ইন্সপেক্টর পদমর্যাদার কয়েকজন আধিকারিকের কলকাতা, মুর্শিদাবাদ, ব্যারাকপুর, সোনারপুর, নদিয়া, দুই ২৪ পরগনার বাড়িতে তল্লাশি চালিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তল্লাশিতে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি তদন্তকারীদের। সিবিআই সূত্রের খবর, ওই নথিপত্র খতিয়ে দেখে ফের কয়েকজনকে জেরার জন্য তলব করা হতে পারে।

Raju Jha : দেহরক্ষী ছাড়া গাড়িতে কেন রাজেশ?
রাজেশের খুনের পর লতিফ ফের বেপাত্তা হয়ে যাওয়ায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। এদিন ইডি তাঁকে তলব করায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল অভিযোগ করেন, ‘রাজেশ ঝাকে খুনের মতো লতিফের গায়েব হয়ে যাওয়াটাও এই ষড়যন্ত্রের একটা অংশ।’ পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষেক খোঁচা, ‘এর আগে বগটুই মামলায় বিজেপি বলছিল, সব তথ্য নাকি রয়েছে লালন শেখের কাছে। তাঁর মৃত্যু হলো সিবিআই হেফাজতে। আবার এখন বিজেপি বলছে, রাজেশ ঝায়ের খুনের পর গায়েব হয়েছে লতিফ! ওদের কথার কোনও গুরুত্বই নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *