Cooch Behar News : সম্পর্কের পথে কাঁটা! শীতলকুচিতে প্রেমিকার বাবা-মাকে কুপিয়ে খুন যুবকের – cooch behar youth allegedly arrested for murdering girlfriend parents


West Bengal News : সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রেমিকার বাবা-মা। কুপিয়ে মেরে ফেলা হল তাঁদের। উন্মত্ত প্রেমিকের ছুরির আঘাত থেকে বাদ যায়নি তাঁর প্রেমিকা ও তার দিদিও। পরে দিদিরও হাসপাতালে মৃত্যু হয়। রোমহর্ষক কাণ্ড কোচবিহারের শীতলকুচিতে। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Udayan Guha:’BSF উলঙ্গ করে মেরেছে…’, শীতলকুচিতে কৃষক মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ উদয়নের
পুলিশ সূত্রে খবর, মৃত স্বামী-স্ত্রীর নাম বিমল চন্দ্র বর্মন ও নীলিমা বর্মন। ঘটনাটি ঘটেছে শীতলকুচির হসপিটাল পাড়া এলাকায়। মৃত নিলীমা বর্মন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁর স্বামী বিমল চন্দ্র বর্মন তৃণমূলের সংখ্যালঘু সেলের শীতলকুচি ব্লক সভাপতি। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে। খবর জানাজানি হতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

TMC BJP Clash : ফের অশান্ত কোচবিহার! নিশীথের গড়ে তৃণমূলের ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমের সম্পর্কে জড়িয়েছিল বিমল বর্মন ও নীলিমা দেবীর মেয়ে। আর সেই সম্পর্ক মেনে নিতে পারেনি তাঁরা। আক্রোশ থেকে প্রেমিকার বাবা-মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মেয়েরই প্রেমিকের বিরুদ্ধে। এমনকি ঘটনায় জখম হয় প্রেমিকা ও তার দিদিও। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিদিরও।

Hooghly News : পরকীয়া ভেঙে স্বামীর কাছে ফেরায় অগ্নিশর্মা পোলবার বধূর প্রেমিক, প্রেমিকার শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দম্পতির মেয়ে ইতি বর্মন প্রেমের সম্পর্কে জড়িয়েছিল পাশের গ্রামের যুবক বিভূতি রায়ের সঙ্গে। যা নিতে তীব্র আপত্তি ছিল তার বাবা-মা দুজনেরই। আর এ নিয়ে পরিবারে অশান্তিও হয়। মেয়েকে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতে বলা হয়েছিল। অভিযুক্ত যুবককেও বিষয়টি জানানো হয়।

Purulia Murder: ডিমের ঝোলে ঘুমের ওষুধ! স্বামী অচেতন হতেই যৌনাঙ্গ কাটেন স্ত্রী
অভিযোগ, সম্পর্ক মেনে না নেওয়ায় ক্রোধের বশে অভিযুক্ত যুবক এদিন ভোর রাতে প্রেমিকার বাড়িতে আসে। একটি ধারালো ছুরি নিয়ে হামলা চালায় বাড়ির লোকের উপর। একাধিকবার নৃশংশভাবে কোপানো হয়েছে বিমল বর্মন ও তাঁর স্ত্রী নীলিমা দেবীকে। তাঁদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে দুই মেয়ে ইতি বর্মন ও রুনা বর্মন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রুনা বর্মনের।

BSF : শীতলকুচি সীমান্তে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার! BSF-র মারে প্রাণ গিয়েছে, দাবি পরিবারের
তবে ঘটনার পর অভিযুক্ত যুবক সেখান থেকে পালাতে ব্যর্থ হয়। বর্মন বাড়ি থেকে চিৎকার-চেঁচামিচির আওয়াজ শুনতে পান প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারাই অভিযুক্ত যুবককে ধরে ফেলে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সুপার অমিত ভার্মা ঘটনাস্থলে পৌছেছে। পুরো ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *