Hooghly News : BJP-র দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, রাজনৈতিক টানাপোড়েন গোঘাটে – bjp party flag torn in golaghat area


West Bengal News : ফের রাজনৈতিক উত্তেজনা গোঘাট জুড়ে। এবার BJP-র দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার ঘটনায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল হুগলি জেলার গোঘাটে। এদিন BJP-র অধিকাংশ পতাকা জলে পড়ে থাকতে দেখা যায়। এলাকার BJP কর্মীরা তা দেখে ক্ষোভে ফেটে পড়েন।

শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের রঘুবাটিতে। BJP সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ছিল BJP দলের প্রতিষ্ঠা দিবস। রঘুবাটি এলাকায় BJP কর্মীরা দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন। ওইদিন সকালে পতাকা উত্তোলন করা হয়।

Panchayat Election 2023 : আর নয় দেরি, নির্বাচনের দিন ঘোষণার আগেই গাইঘাটায় দেওয়াল লিখন শুরু BJP-র
অভিযোগ, তারপর রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পতাকা খুলে জলে ফেলে দেয়। এদিন সকালে জানাজানি হতেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাশাপাশি BJP নেতারা বিষয়টি গোঘাট থানার পুলিশকে জানান। এই বিষয়ে স্থানীয় এক BJP নেতা বলেন, “পতাকা ছিঁড়ে BJP-কে মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না। পঞ্চায়েত ভোটে মানুষ তৃণমূলকে যোগ্য জবাব দিয়ে দেবে।”

তিনি আরও বলেন, “সমগ্র গোঘাট তথা সন্নিহিত এলাকায় দিনের পর দিন BJP-র জনপ্রিয়তা বাড়ছে। সাধারণ মানুষ আমাদের সমর্থন করছেন, আমাদের দলের ছাতার তলায় আসছেন। এই বিষয়টি রাজ্যের শাসকদলের হজম হচ্ছে না। তাই তৃণমূল যে কোনও উপায়ে BJP কে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি তৃণমূলের নেতা কর্মীদের স্পষ্ট ভাবে জানিয়ে রাখছি, লড়াই করতে হলে রাজনৈতিকভাবে করুন। এভাবে পতাকা জলে ফেলে দিয়ে নিচু মানসিকতার প্রমান দেবেন না।”

TMC BJP Clash : ফের অশান্ত কোচবিহার! নিশীথের গড়ে তৃণমূলের ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন তারা বর্ধমান পার্টি অফিসের ঘটনার প্রসঙ্গ তুলেছে ও BJP কে কটাক্ষ করেছে। স্থানীয় এক তৃণমূল নেতা এই বিষয়ে বলেন, “সারা রাজ্যেই BJP-র আদি ও নব্যদের মধ্যে কোন্দল চলছে। এখানেও গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটছে। তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। এটা তৃণমূলের সংস্কৃতি নয়। আপনারা ভালো করে খবর নিয়ে দেখুন, এই কাণ্ডের পিছনে ওদের দলের লোকেরই হাত আছে।”

সবমিলিয়ে BJP-র পতাকা ছেঁড়া এবং জলে ফেলে দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে গোঘাটে। যদিও পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়ে উঠছে। প্রসঙ্গত উল্লেখ্য, হুগলির গোঘাট এক রাজনৈতিক উত্তেজনাপ্রবণ এলাকা।

TMC Joining : একদিনের মধ্যেই উলটপুরান! ভেটাগুড়িতে তৃণমূলে যোগ ৩০০ BJP কর্মীর
মাঝে মধ্যেই এই এলাকা থেকে রাজনৈতিক হানাহানি, গোষ্ঠী কোন্দলের খবর আসে। এবার এই পতাকা ছিঁড়ে দেওয়াকে কেন্দ্র করে আবার নতুন ভাবে রাজনৈতিক হানাহানি শুরু হয় কিনা, সেই নিয়েই আশঙ্কা সকলের মনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *