Kolkata Municipal Corporation : জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে মিউটেশন বাড়ি বসেই! দুয়ারে পরিষেবা নিয়ে ভাবনা কলকাতা পুরসভার – kolkata municipal corporation may start few doorstep services by taking fee


West Bengal News: সম্প্রতি পার্কিং ফি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। আয় বাড়াতে পার্কিং ফি কাঠামোতে বদল করা হয়েছে। এবার পুর পরিষেবা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে, পুর এলাকার যেসব নাগরিকরা ফি-এর বিনিময়ে বাড়িতে বসে পুর পরিষেবা পেতে চান, তাঁরা খুব দ্রুত সেই সুবিধা পাবেন।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, নাগরিকরা জন্ম ও মৃত্যুর শংসাপত্রের পাশাপাশি, সম্পত্তির মিউটেশন, পুর কর সংক্রান্ত পরিষেবা বাড়ি বসে পাবেন। পুরসভা বাড়িতে বসে এই পরিষেবা চালু করলেই শহরের অনেক নাগরিকই এর ফলে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Duare Sarkar : সারা বছরই মিলবে ‘দুয়ারে সরকার’-এর সুবিধা! বনগাঁ পুরসভার উদ্যোগে হাজির ‘জনতার দরবার’
পুরসভা সূত্রে খবর, দুয়ারে পুর পরিষেবা পৌঁছে দিতে একটি নতুন হোয়াটস্যাপ নম্বর চালুর পরিকল্পনা করা হচ্ছে। সেখানেই পেইড সার্ভিস সংক্রান্ত সব পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই পরিষেবা চালু হলে, শহরের প্রবীণ নাগরিকরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

এক ইংরেজি দৈনিক প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পুরসভার হোয়াটস্যাপ নম্বরে কথোপকথনের পর ফি দেওয়ার জন্য সংশ্লিষ্ট নাগরিকের কাছে যাবে এটি পেমেন্ট লিঙ্ক। গ্রাহক সেখানে নির্ধারিত ফি জমা দিলে পুরসভার কর্মীরা তাঁর বাড়িতে গিয়ে যাবতীয় সমস্যার সমাধান করবে। যদিও এখনও ফি-এর অঙ্ক নির্ধারিত হয়নি বলেই জানা গিয়েছে। তবে কিছুক্ষেত্রে এই পরিষেবা ব্যয়বহুল হতে পারে বলে ওই ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছে।

Duare Sarkar : দুয়ারে সরকারে আবেদন পূরণে এগিয়ে এলেন পুরপ্রধান, আপ্লুত গ্রামবাসীরা

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের অনেক প্রবীণ নাগরিক অফিসে এসে লাইন দিয়ে পরিষেবা নিতে বা ফর্ম ফিলাপ করতে সমস্যায় পড়েন। এই পরিষেবা চালু হলে তাঁদের অনেকটাই সুবিধা হবে। অন্যদিকে অনেক বাসিন্দাই জঞ্ঝাট এড়াতে পুর পরিষেবার জন্য ফি দিতে রাজি, সেই কারণে তাঁদেরও এতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অফিস গুলিতে পুর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকদের দালালদের খপ্পরে পড়তে। এই পরিষেবা চালু হলে, দালালরাজের উপরও রাশ টানা যাবে বলে মনে করা হচ্ছে।

KMC Parking Fees : কলকাতায় পার্কিং ফি বেড়ে দ্বিগুণেরও বেশি! দেখে নিন নতুন রেট চার্ট
পুরসভা এলাকার এক বাসিন্দা বিশ্বজিৎ দে এই প্রসঙ্গে বলেন, “পুরসভার থেকে যদি এই ধরনের পরিষেবা চালু করা হয়, তবে নিঃসন্দেহে অনেকেরই উপকার হবে। যাঁরা প্রয়োজনীয় কাজের জন্য সময় পান না, তাঁরা ফি-এর বিনিময়ে পরিষেবা পাবেন বাড়িতেই। তবে এক্ষেত্রে ফি-এর অঙ্ক সকলের সাধ্যের মধ্যে হওয়া প্রয়োজন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *