Kolkata Skywalk: দক্ষিণেশ্বর কালীঘাটের পর আরও একটি স্কাইওয়াক কলকাতায় – one more skywalk will be build at ruby more kolkata


Rubi More Skywalk: শহরের রাস্তায় বাড়ছে গতি। এই গতির সঙ্গে তাল মিলিয়ে পথ সুরক্ষায় ও জনসাধারণের সুবিধার্থে শহরে আরও একটি স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত প্রশাসনের। দক্ষিণ কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ইএম বাইপাসের রুবি মোড় অর্থাৎ রবির মোড় ক্রসিংয়ে এবার আরও এক স্কাইওয়াক (skywalk) তৈরি হবে বলে খবর।রুবির মোড়ের মতো ব্যস্ত চৌমাথা ক্রসিংয়ে রাস্তা পার হওয়া অনেকটা ঝক্কির। সিগন্যাল মেনে রাস্তা পেরোতে অনেকটা সময় ব্যয় হয়। একইসঙ্গে দুর্ঘটনা কমাতে ও সময় বাঁচাতে এই স্কাইওয়াক তৈরি সিদ্ধান্ত। এই স্কাইওয়াক তৈরির বাজেট প্রায় ৫০ কোটি টাকা।

Underwater Metro: শীঘ্রই গঙ্গার নিচ থেকে ছুটবে মেট্রো, কলকাতার মুকুটে বসছে নয়া পালক

জানা গিয়েছে, বৃত্তাকার গম্বুজ, অনেকটা বিশ্ববাংলা গেটের আদলে গড়ে তোলা হবে রুবি মোড়ের এই স্কাইওয়াক। প্রায় চূড়ান্ত হওয়া ডিজাইন অনুযায়ী মাটি থেকে ২০ ফুট উঁচুতে তৈরি হবে এই স্কাইওয়াক। বৃত্তাকারভাবে তৈরি হওয়া এই ফুটব্রিজের ব্যাসার্ধ হবে ৭৫ মিটার। তবে নিউটাউনের বিশ্ববাংলা গেটের মতো কোনও রেস্তোরাঁ তৈরির পরিকল্পনা এক্ষেত্রে সরকারের নেই।

এই ব্যস্ত মোড় পারাপারের সমস্যা মেটাতেই এই স্কাইওয়াকের ভাবনা। শীঘ্রই পরিকল্পনা অনুযায়ী তদারকি শুরু করবে KMDA। কিন্তু ওখান দিয়েই নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনও গিয়েছে বলে স্কাইওয়াকের পরিকাঠামো নিয়ে অতিরিক্ত সাবধানতা প্রয়োজন।

Garia To Ruby Metro : রুবি থেকে এক টিকিটেই টালিগঞ্জ-দক্ষিণেশ্বর, কবে শুরু মেট্রো? ভাড়াই বা কত?

প্রাথমিকভাবে জানা গিয়েছে রুবি মোড়ের এই স্কাইওয়াকে ওঠার চারটে প্রবেশ পথ থাকবে। অত্যাধুনিক এই স্কাইওয়াকে শুধু সিঁড়ি নয়, বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের জন্য লিফটও থাকবে। থাকবে চলমান সিঁড়ি। ডিজাইন অনুযায়ী রুবি স্কাইওয়াকে তিনটি লিফট এবং আটটি এসকেলেটর থাকবে।

Indian Railways : হাওড়া, কলকাতা স্টেশনে এবার বিমানবন্দরের ‘লুক’

গম্বুজ আকৃতির স্কাইওয়াকের চারটে প্রবেশ পথে দুটো করে চলমান সিঁড়ি থাকবে। একটি উপরে ওঠার ও একটি নীচে নামার। স্কাইওয়াকের একটি দিক মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত থাকবে বলে জানা গিয়েছে। কলকাতার শোভা বর্ধনের তালিকায় অচিরেই যুক্ত হবে রবির মোড়ের এই স্কাইওয়াক। তবে এর কাজ কবে শুরু হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *