Kurmi Protest: কুড়মি আন্দোলনে ট্রেন বাতিলে ভিন রাজ্যে আটকে ৫০ পরিবার, হোটেল বিল মেটাতে নিঃস্ব দশা – more than 50 bengali family struck for train cancellation due to kurmi protest


তিন দিনেরও বেশি সময় পার। নিজেদের অবস্থানে অনড় কুড়মি সম্প্রদায়। তফসিলি উপজাতির স্বীকৃতির দাবিতে তাদের রেল রোকো, ঘাঘর ঘেরা কর্মসূচি অব্যাহত। এর জেরে অবরুদ্ধ রেল থেকে সড়কপথ। এই কুড়মি আন্দোলনের জেরেই বেকায়দায় বাঙালি পর্যটকেরা।জানা গিয়েছে, কুড়মি আন্দোলনের জেরে প্রতিদিনই বাতিল লোকাল থেকে ৫০-এরও বেশি দুরপাল্লার ট্রেন। এই ট্রেন বাতিলের কারণেই বহুসংখ্যায় বাঙালি আটকে পড়ছেন বাইরে। ঘুরতে গিয়ে বাড়ি ফেরার রাস্তা বন্ধ। এভাবে বাড়ির বাইরে আটকে পড়ে তাদের কাছে এবার টাকা-পয়সা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Kurmi Protest: কুড়মি আন্দোলনের জেরে দক্ষিণ পূর্ব রেলের ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল, দেখে নিন তালিকা

কুর্মিদের আন্দোলন জেরে দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে গত কয়েকদিনে। রেল অবরোধের অবস্থার অবনতি হওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যাচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার অর্থাৎ ৭ এপ্রিলও প্রায় ৭০ ট্রেন বাতিল করা হয়েছে যার ফলে চরম অসুবিধায ঘুরতে বেরোনো বাঙালি।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে আটকে পড়া রাজ্যবাসী। এমনই বিপাকে পড়েছেন হাওড়া থেকে ঘুরতে যাওয়া একদল বাঙালি।জানা গিয়েছে, উত্তর হাওড়া সালকিয়া সাইনটুর এন্ড তরফ থেকে সিরিডি সাইন মন্দির দর্শন করতে গিয়ে আটকে পড়েছেন কয়েকজন।

Kurmi Protest: কুড়মিদের রেল রোকো কর্মসূচির জেরে একাধিক স্টেশনে আটকে ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

কুড়মি আন্দোলনের জেরে ট্রেন বাতিল হয়ে যাওয়ার ফলে তারা সেখানে আটকে রয়েছেন। এবার তাদের কাছে সঙ্গে আনা টাকা পয়সাও প্রায় শেষের মুখে। তাই তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ। যাতে কোনওভাবে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক।

Kurmi Protest: ফের রেল রোকো কুড়মিদের, ক্ষোভে ফুঁসছে সমাজ! কী কী দাবিতে বার বার পথে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা? জানুন

প্রায় ৫০ টি পরিবার এই টুর এন্ড ট্রাভেল এজেন্সির মারফত বেড়াতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তার মধ্যে মহিলা, বাচ্চাও রয়েছে। তারা সবাই চাইছেন যাতে মুখ্যমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করেন। সরকারের কাছে তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সাহায্য চেয়েছে এই ৫০টি পরিবার। সবথেকে বড় কারণ তাদের কাছে টাকা পয়সা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাড়ি না ফিরতে পারায় লাফিয়ে বাড়ছে হোটেলের বিল। টাকা শেষ হয়ে আসায় যেখানে থাকছেন সেই হোটেলের ভাড়া মেটাতেও এবার অসুবিধার মুখে পড়েছেন তারা বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *