Kurmi Protest : তৃতীয় দিনে পড়ল কুড়মি বিক্ষোভ, আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি পুরুলিয়ায় – railway and road blockade continue in purulia due to kurmi protest


West Bengal News : আজ শুক্রবার তৃতীয় দিনে পড়ল কুড়মি সমাজের আন্দোলন। উল্লেখ্য, আদিবাসী কুড়মি সমাজকে তফসিলী উপজাতি ঘোষণা করা সহ একাধিক দাবিতে পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে ৫ এপ্রিল সকাল থেকে রেল ও সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে তারা। কিন্তু তিনদিন হতে চলার পরও রাজ্য সরকার তথা জেলা প্রশাসনের কাছ থেকে কোনও রকম সদর্থক আশ্বাস না পাওয়ার ফলে প্রয়োজনে এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পুরুলিয়ার পাশাপাশি খেমাশুলিতেও তাদের এই কর্মসূচি চলছে বলে জানা গিয়েছে। তবে তিন দিন ধরে লাগাতার অবরোধের কারণে রেল ও সড়ক পথে প্রচুর মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সড়ক পথে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকার খবর মিলছে বিভিন্ন জায়গা থেকে।

Kurmi Protest: ফের রেল রোকো কুড়মিদের, ক্ষোভে ফুঁসছে সমাজ! কী কী দাবিতে বার বার পথে নামতে বাধ্য হচ্ছেন তাঁরা? জানুন
তবে পুরুলিয়া জেলায় গাড়িগুলিকে ঘুরপথে চালিয়ে দেওয়া হচ্ছে। এই তিনদিনে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের প্রচুর ট্রেনের যাত্রা বাতিল ও কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত করা হয়েছে। আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদ্রা পুরুলিয়া শাখার ৫৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪টি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ কর্মসূচি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া সহ বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার জঙ্গলমহল এলাকা জুড়ে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলন কর্মসূচির নেওয়া হয়েছে। তবে জনসাধারণের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছেন আন্দোলনকারীরা।

Kurmi Protest: কুড়মিদের রেল রোকো কর্মসূচির জেরে একাধিক স্টেশনে আটকে ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
আন্দোলনকারীদের পক্ষে সুজিত কুমার মাহাত বলেন, “এই আন্দোলনের জন্য অনেকের অসুবিধা হচ্ছে। সেটা আমরা স্বীকার করছি। তবে তার জন্য আমার দুঃখিত। আমাদের জাতিসত্তার জন্য আমাদের এই জীবন মরণ লড়াই।” দাবি পূরণ না হলে সমগ্র জঙ্গমহল স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা অজিত প্রসাদ মাহাত।

কুড়মি সমাজের দাবি, রাজ্য সরকারের তরফে কেন্দ্র সরকারের কাছে সংশোধিত সিআরআই তথা কালচারাল রিসার্চ ইনস্টিটিউট রিপোর্ট অবিলম্বে পাঠাতে হবে। তবে যাই হোক না কেন, এই নিয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জঙ্গলমহলের যোগাযোগের ও জীবিকার অন্যতম মাধ্যম রেল স্তব্ধ হয়ে যাওয়ায় জঙ্গলমহলের অর্থনৈতিক ও সামাজিক জনজীবন বিপর্যস্ত।

Kurmi Protest: কুড়মি আন্দোলনের জেরে দক্ষিণ পূর্ব রেলের ৮৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল, দেখে নিন তালিকা
ফলে কুড়মিদের দাবি নিয়ে অনেক মহলে সহানুভূতি থাকলেও দানা বাঁধছে অসন্তোষ৷ জন জীবনকে সম্পূর্ণ স্তব্ধ করে আন্দোলনের বিরুদ্ধে সমাজমাধ্যমে মুখ খুলছেন অনেক মানুষ। শাসক দলের নেতাদের অনেকে তুলছেন রাজনৈতিক ইন্ধনের অভিযোগও। জনমানসেও বৃদ্ধি পাচ্ছে ক্ষোভ৷ সেই সঙ্গে চাপ বৃদ্ধি হচ্ছে প্রশাসনের উপর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *