Newtown Fire: নিউটাউন সিটি সেন্টারের কাছে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একের পর এক ঘর – fire breaks out near new town city center two


West Bengal Local News: ফের নিউটাউনে অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নিউটাউনের সিটি সেন্টার ২-এর কাছে। এদিন সকাল এগারোটা নাগাদ আগুন লেগে যায় নিউ টাউন সিটি সেন্টার ২-এর পিছনে ঝুপড়ি দোকানগুলিতে। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক দোকান। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।

আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ। খবর যায় দমকলেও। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন ও একটি NKDA-এর জলের ট্যাঙ্কার। প্রাথমিকভাবে অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা।

Howrah Fire Incident : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, রানিহাটিতে পুড়ে ছাই ৭০ টি দোকান

বিধাননগর পৌরনি গ্রামের ১২ নম্বর ওয়ার্ড নিউ টাউন সিটি সেন্টার-এর পিছনে ঝুপড়ি দোকানে আগুন লেগে যাওয়ার খবরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শুক্রবার সকাল ১১.৩০টা নাগাদ আগুন নজরে আসে। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ধোঁয়া। দাহ্যবস্তু থাকায় দ্রুত পাশাপাশি দোকানে আগুনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি পাশের আবাসন থেকে পাইপ লাইনের মাধ্যমে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থলে দমকল এসে পৌঁছয়। ততক্ষণে পুড়ে ছাই আট আটটি দোকান। আগুন লাগার সঠিক কারণ ইকোপার্ক থানার পুলিশ খতিয়ে দেখছে। যদিও প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেই এই আগুন লাগে।

Santoshpur Fire Incident : সন্তোষপুরের কাছে বিধ্বংসী আগুন, শিয়ালদা দক্ষিণে ট্রেন চলাচল ব্যাহত

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বিধায়কের তরফ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। আপাতত অস্থায়ী ভাবে থাকার জন্য ত্রিপলও দেওয়া হয় বলেই জানা গিয়েছে। পরবর্তীতে তাদের ঘর করে দেওয়া যায় কিনা সে বিষয়েও বিধায়ক আশ্বস্ত করেছেন ক্ষতিগ্রস্তদের।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই নিউ টাউনের (Newtown) সাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে এমনই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ভোর তিনটে নাগাদ ওই আবাসনের কাছে রাস্তার পাশে থাকা দোকানে আগুন ধরে যায়। ভোররাতে সিলিন্ডার ফেটে একটি দোকানে আগুন ধরে যায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা প্রায় ১৫টি দোকানে।

Kolkata Pollution : নিউ টাউনে পুড়ছে নাড়া, বিষোচ্ছে মহানগরের বাতাস

সিলিন্ডার ফাটার শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে দমকলে খবর যায়। কিন্তু দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় ১৫টি দোকান। ওই দোকানগুলির উপর দিয়ে হাইটেনশন তার যাওয়ায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিন্তু দমকল কর্মীদের দক্ষতায় পরিস্থিতি হাতের বাইর যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, সম্প্রতি নিউ টাউন এলাকায় আগাছা পোড়ানোর কাজ নিয়ে আপত্তি ওঠে। তাতে বাতাসে বাড়ে দূষণের বিষ। নিউটাউনে আগাছা পোড়ানোর দৃশ্য ক্যামেরাবন্দি করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সেই ছবি তিনি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ কর্তাদেরও পাঠিয়ে অভিযোগ জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *