Potato Farmer : উঠছেনা চাষের খরচ, মাথায় হাত মালদার আলু চাষিদের – malda farmers concerned about potato rates in this season


West Bengal News : মালদা জেলার মধ্যে আলু উৎপাদনে অন্যতম হচ্ছে গাজোল ও পুরাতন মালদা ব্লক। এই দুটি ব্লকে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হয়ে থাকে। তবে এই বছর পুরাতন মালদা ব্লকের আলু চাষিদের মাথায় হাত পড়ে গিয়েছে। এলাকার কৃষকেরা আলু উৎপাদন করেছেন ঠিকই, কিন্তু সঠিক মূল্যে ন্যায্য দাম পাচ্ছেন না।

যার জেরে দুশ্চিন্তায় পড়েছেন পুরাতন মালদা ব্লকের আলু চাষিদের একাংশ। চাষিদের দাবি, বাজারে এখন ৫০০ থেকে ৫৫০ টাকা কুইন্টাল প্রতি আলু বিক্রি হচ্ছে। কিন্তু বিগত কয়েকদিন ৬০০ থেকে ৭০০ টাকা কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছিল। হঠাৎ করে দাম কমে যাওয়াতে দুশ্চিন্তায় তাঁরা।

Sovandeb Chattopadhyay : ‘কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা’, অভিযোগ কৃষি মন্ত্রীর
আলু চাষিদের একটাই দাবি আগামিতে যদি আলুর দাম ঊর্ধ্বমুখী না হয় তাহলে তাদের আত্মহত্যা ছাড়া আর কোনও উপায় থাকবে না। অন্যদিকে বিঘা প্রতি আলু চাষ করতে খরচ পড়ে ৩০ হাজার টাকা। তবে বর্তমানে আলুর যা বাজার সব মিলিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকা আসছে। কার্যত বলা যায় বিঘা প্রতি ৫ থেকে ৭ হাজার টাকা করে লোকসান হচ্ছে।

কৃষকদের দাবি অবিলম্বে সরকারকে সরকারি সহায়ক মূল্যে আলু কেনার ব্যবস্থা করতে হবে। না হলে এইভাবে আলুর দাম না বাড়লে কৃষকদের ক্ষতির মুখে পড়তে হবে। মহাজনের ঋণ শোধ করতে পারবেন না, যার ফলে কৃষকদের আত্মহত্যা ছাড়া আর কোনও পথ থাকবে না। সরকারের উদাসীনতার ফলে কৃষকদের আজকে এই হয়রানির শিকার হতে হচ্ছে এমনই অভিযোগ কৃষকদের।

Eat Right Challenge 2023 : সেরার সেরা মালদা! সর্বভারতীয় প্রতিযোগিতায় তৃতীয় বাংলার জেলা
আর এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের BJP বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, “রাজ্যের কৃষকদের সম্মান দিতে এই সরকার ব্যর্থ। আজকে এই রাজ্যে কৃষাণ ক্রেডিট কার্ড লাগু করছে না এই সরকার। যার ফলে কৃষকরা বঞ্চিত হচ্ছে।”

যদিও এই বিষয়ে পালটা দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু। তিনি জানান, “আমাদের সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছে কৃষক বন্ধু সম্মান দেওয়া হচ্ছে কৃষকদের। এবারে চাহিদার তুলনায় যোগান বেশি যার ফলে একটু সমস্যা হচ্ছে তবে সরকার কৃষকদের পাশে রয়েছে। পাশাপাশি বিকল্প চাষ করে কৃষকরা যাতে আরও অর্থ রোজগার করতে পারে, সেটাই এখন ভাবা দরকার।”

মালদা জেলা কৃষি দফতর সূত্রে জানা যায়, মালদা জেলায় ১০ হাজার ১১৬ হেক্টর জমিতে আলু চাষ হয়, যার মধ্যে পুরাতন মালদার গাজোল ব্লকে বেশি হয়। এবারে প্রতি হেক্টর জমি থেকে ৩০ মেট্রিক টন আলু ফলন হয়েছে। এখনও পর্যন্ত ৯৫% জমি থেকে আলু উঠিয়ে নেওয়া হয়েছে। গতবারের তুলনায় থেকে এবারে ৫ শতাংশ আলু বেশি ফলন হয়েছে।

Hanuman Jayanti 2023 : ১০১ কেজির লাড্ডু ভোগ! মহাবীর মন্দিরে মহা ধুমধামে চলছে হনুমান জয়ন্তী
ফলে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়াতে এই আলুর দাম কমে গিয়েছে। মালদা কৃষি দফতরের অধিকর্তা দেবনাথ মজুমদার জানান, “চাহিদা তুলনায় যোগান এবারে অনেকটাই বেশি আলুর ক্ষেত্রে। তবে সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে আলু কেনার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। কৃষকদের পাশে সরকার রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *