Summer In Kolkata : আরও চড়বে তাপমাত্রার পারদ, ১০ তারিখের পর একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস – temperature of south bengal districts may go up and possibility of heat wave as per imd prediction


হালকা বৃষ্টি, শিরশিরে আমেজ, রোদ-মেঘের খেলা, সবই কি অতীত? আপাতত কয়েকদিনের জন্য মন খারাপ করানো সত্য হল গরমের বাড়বাড়ন্ত। কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বাড়বে তাপমাত্রা। আগামী ১০ থেকে ১৪ এবং ১৫ এপ্রিলের মধ্যে তাপমাত্রা গোটা রাজ্যে থাকবে সবথেকে বেশি।

শুধু তাই নয়, এই সময় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুরে থাকছে তাপপ্রবাহের সম্ভাবনাও, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Forecast : ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি, আজই কলকাতায় স্বস্তির বৃষ্টি!
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
ধীরে ধীরে রূপ বদলাচ্ছে আবহাওয়া। গত কয়েক সপ্তাহে একাধিকবার রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছিল। ফলে সেভাবে দহনজ্বালার সম্মুখীন হতে হয়নি সাধারণ মানুষকে। মেঘ ও রোদের খেলায় বেশ স্বস্তিতে ছিল আম আদমি। কিন্তু, চলতি সপ্তাহের শেষে এবং আগামী সপ্তাহের শুরুর দিকে তাপমাত্রা বাড়তে চলেছে। কলকাতাও ব্যতিক্রমী নয়।

Rainfall Forecast : কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টি! দুর্যোগ কাটবে কবে?
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ২৫ শতাংশ।

Weather Report : ছুটির দিনেও তুমুল বৃষ্টি! রবিতে কেমন থাকবে আবহাওয়া?
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ক্রমশ বাড়বে। ১০ তারিখ থেকে ১৪ এবং ১৫ তারিখ গোটা রাজ্যে তাপমাত্রা বেশি থাকবে বলে জানা যাচ্ছে। এই সময় কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গরমে শিশু এবং প্রবীণদের সাবধানে রাখার কথা বলা হয়েছে। ১০ থেকে ১৫ তারিখ হিট স্ট্রোকের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের পরামর্শ, এই সময় বেশি করে জল খেতে হবে। ছাতা নিয়ে বাইরে বার হওয়া উচিত।

Kolkata Rainfall Forecast : ঝোড়ো হাওয়ার দোসর তুমুল বৃষ্টি! কলকাতা সহ জেলায় জেলায় দুর্যোগের আভাস
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ১০ থেকে ১৪ তারিখের মধ্যে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে।

Weather Report Today : সকাল থেকেই কাঠফাটা রোদ, ক্রমশ পারদ চড়ছে বঙ্গে
কবে স্বস্তির বৃষ্টি?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, রাজ্যে কবে স্বস্তির বৃষ্টিপাত হতে চলেছে? এই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কালবৈশাখীরও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। সেক্ষেত্রে আগামী কয়েকদিন ভ্যাপসা গরমে নাজেহাল হতে চলেছে রাজ্যবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *