TMC Joins BJP : পঞ্চায়েতের আগে বড় ধাক্কা, তপনে TMC ছেড়ে BJP-তে ২০০ মহিলা কর্মী – dakshin dinajpur 200 women tmc workers joins bjp


Dakshin Dinajpur: দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তৃণমূলে বড়সড় ভাঙন। তপন থানার বাদ সনকইর এলাকায় প্রায় ২০০ জন মহিলা তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। দুর্নীতি ইস্যু রয়েছে, পাশাপাশি সরকারি পরিষেবা মিলছে না এলাকায় এরকম একাধিক কারণের তাঁদের বিজেপিতে যোগদান বলে জানানো হয়েছে।

BJP Leader Joins TMC : ২১-এ দল ছেড়ে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান, ফের তৃণমূলে প্রত্যাবর্তন সৌমিত্রর
বিজেপির যোগদান পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়৷ তৃণমূল থেকে এত পরিমাণ মহিলা কর্মী তাঁদের দলে যোগদান করে পঞ্চায়েতের আগে শক্তি বৃদ্ধি হল বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব।

TMC Joins CPIM : অনুব্রতহীন বীরভূমে বড় ভাঙন, তৃণমূল ছেড়ে CPIM-এ যোগদান বুথ সভাপতি সহ ৬০০ কর্মীর
দলত্যাগীরা জানাচ্ছেন, এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই নরেন্দ্র মোদির উন্নয়ন যজ্ঞে সামিল হতে ও এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধা পেতে বিজেপিতে যোগদান করলেন বলে সদ্য যোগদানকারীরা জানিয়েছেন। বাসন্তী হোড় নামে এক যোগদানকারী জানিয়েছেন, ” এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। মানুষ ঠিক করে সরকারি পরিষেবা পাচ্ছে না, সে কারণেই আমরা বিজেপিতে যোগ দিলাম।”

Sukanta Majumdar On Raju Jha : ‘মাফিয়া বলে রাস্তায় শ্যুটার দিয়ে খুন?’ রাজু হত্যা নিয়ে বিস্ফোরক সুকান্ত
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয় তপনের বাদ সনকইরে। যেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মহিলারা তৃণমূলে যোগ দেন। তপনে মহিলারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় ওই এলাকায় বিজেপির শক্তি অনেকটাই বাড়ল বলে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন।

Malda Congress : তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসায় মারধর, অভিযোগ থানায়
অন্যদিকে, বিজেপির এই যোগদানকে নাটক বলে কটাক্ষ করেছেন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। তিনি বলেন, বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ড যেটা বিজেপির রাজ্য সভাপতির ওয়ার্ড সেখানকার মহিলারা বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিচ্ছেন। আগামীতে আরও দেবেন।

TMC Joining : একদিনের মধ্যেই উলটপুরান! ভেটাগুড়িতে তৃণমূলে যোগ ৩০০ BJP কর্মীর
উল্লেখ্য, আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সম্ভাবনা। তার আগে নিজেদের দলীয় সংগঠন মজবুত করে নিতে চাইছে শাসক, বিরোধী উভয় শিবিরই। চলছে পালাবদলের খেলাও। একদল থেকে অন্যদলে যাতায়াত আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছেন অনেকে।

তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের জন্য একাধিক প্রকল্প থাকায় তৃণমূল কংগ্রেসে মহিলা জনসমর্থনের ভিত যথেষ্ট শক্ত। তার মধ্যেই মহিলা তৃণমূল কর্মীরা তৃণমূল বিজেপিতে যোগদান করায় আশার আলো দেখছে গেরুয়া শিবির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *