Trending News: ফিসরোল থেকে মেকআপের দাম, সব মেটালে তবেই ব্রেক আপ! প্রেমিকের আজব দাবিতে থানায় প্রাক্তন – durgapur youth demand refund of all investment from girl friend before break up


Durgapur News: পুলিশে ছুঁলে আঠারো ঘা আর প্রেম ছুঁলে…। প্রেম যেন কাঁঠালের আঠা, হাত ছাড়াতে যে কতটা ঝক্কি সে কথা হাড়ে হাড়ে টের পেয়েছেন দুর্গাপুরের তরুণী। সম্পর্ক ছেদ করতে চাইতেই প্রেমিকের গুগলিতে বোল্ড প্রেমিকা। সমস্ত সম্পর্ক চুকিয়ে ফেলার মূল্য দাবি করতেই জল গড়াল থানায়। এগরোল থেকে ফিসচপ, গোলাপ থেকে মেকআপ। প্রেমিকার মনজয়ে উপহারের তালিকা নেহাত ছোট নয়। এত বিনিয়োগ-এর পরও প্রেমিকা ব্রেক আপ করতে চাইলে আজব দাবি পেশ প্রেমিকের। ডেটিং থেকে উপহার সমস্ত কিছুতে প্রেমিকার জন্য খরচ করা টাকার ‘পাই টু পাই’ ফেরানোর দাবি তুললেন তিনি। যুগলের সেই মীমাংসাহীন ঝগড়া পৌঁছল থানার দরজায়।

Kolkata News : ব্রেক আপের পরেও প্রাক্তনকে মেসেজ! বিরক্ত তরুণী দ্বারস্থ কলকাতা পুলিশের

বেসরকারি বাংলা সংবাদপত্র ‘বর্তমান’-এ প্রকাশিত খবর অনুযায়ী, দুর্গাপুরের বাসিন্দা এক তরুণী লিভ ইন-এ থাকার পর প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করতে চাইলে সে চেয়ে বসেন প্রেমিকার পিছনে খরচ হওয়া সমস্ত টাকা। কী নেই সেই তালিকায়? ডেটিংয়ে যাওয়া রেস্তোরাঁর বিল থেকে উপহারের গোলাপের দাম। এমনই অভিনব সম্পর্ক ছেদের সাক্ষী থাকল দুর্গাপুর টাউনশিপ থানা।

জানা গিয়েছে, খরচের লম্বা ফর্দ হাতে থানায় এসে হাজির হয় এক যুবক। জানায়, হিসেব নিকেশ কড়ায় গণ্ডায় না মিটিয়ে না দেওয়া পর্যন্ত সম্পর্ক ছেদ চলবে না। এমন দাবিতে দিশেহারা প্রেমিকাও। অবশেষে এমন উদ্ভট সমস্যা মিটাতে উদ্যোগী হল থানা।

Online Dating : অনলাইন ডেটিং অ্যাপে মন দেওয়া-নেওয়া, লাস্যময়ীর প্রেমে পড়ে কোটি কোটি খোয়ালেন যুবক

এগরোল থেকে মাথার ক্লিপ সমস্ত খরচ পুঙ্খানুপুঙ্খ খাতায় টোকা। হিসেব করতে বের হল সর্বমোট খরচ ২২ হাজার টাকা। ব্রেক আপ করতে হলে মেটাতে হবে এই টাকা, সাফ কথা তরুণের। থানায় মহিলা অফিসারকে সাক্ষী রেখে অবশেষে টাকা মেটানোয় রাজি প্রেমিকার প্রভাবশালী বাবা। তাতেই মিটল সমস্যা।

জানা গিয়েছে, দুর্গাপুরের বাসিন্দা ইঞ্জিনিয়ার রীতেশ (নাম পরিবর্তিত) এবং দুর্গাপুর নিউ টাউনশিপের বাসিন্দা অর্পিতা (নাম পরিবর্তিত) মাসখানেক আগে থেকেই শুরু করেন একত্রে থাকা। সময় এগোতেই প্রেমের মিষ্টি মোড়ক ঝরে তিক্ত হয়ে ওঠে সম্পর্ক। আরোপ, পালটা দোষারোপের লম্বা উপাখ্যান। শীঘ্রই প্রেম জানলা দিয়ে পালাতেই আলাদা হওয়ায় সিদ্ধান্ত জানিয়ে দেয় অর্পিতা কিন্তু নাছোড়বান্দা রীতেশ। সে দাবি তোলে সম্পর্কে থাকাকালীন যে অর্থ অর্পিতার জন্য সে খরচ করেছে তার পুরোটা ফেরত দিতে হবে। এই শুনে আরও বেঁকে বসেন অর্পিতা। কথায় কান না দিলে বেপরোয়া রীতেশ, অর্পিতা ও তাঁর গোটা পরিবারকে হুমকি দিতে থাকে। জল গড়ায় থানায়।

Love Story : ‘পারব না আমি ছাড়তে তোকে’, প্রেমিকাকে ফেরাতে ২১ ঘণ্টা হাঁটু গেড়ে বসে যুবক

রীতেশের অত্যাচারে তিতিবিরক্ত হয়ে মহিলা থানায় অভিযোগ জানায় অর্পিতা। সেখানে পুলিশের ডাকে সমস্ত বিল নিয়ে হাজির হয় রীতেশ। শেষে পুলিশ কর্মীদের মধ্যস্থতায় মেটে সমস্যা। পুলিশের উপস্থিতিতে লিভইন-এর জন্য নেওয়া বাড়ি ভাড়ার অর্ধেক সহ রীতেশের দাবি মতো সমস্ত টাকা মিটিয়ে দেন অর্পিতার বাবা। দেনা পাওনা মিটতেই পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়ে রীতেশ অর্পিতার প্রেমের সম্পর্কে। আলাদা হয়ে যায় যুগলের পথ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *